ASANSOL-BURNPUR

বার্নপুরে দামোদর নদীর রেল ব্রিজের পিলারের বিপজ্জনক অবস্থা, দুর্ঘটনার আশঙ্কায়, মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের

বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরের কালাঝড়িয়ায় দামোদর নদীর উপর নির্মিত রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা পিএইচইর পাইপলাইন নিয়ে যাওয়ার লোহার স্ট্রাকচারাল ব্রিজ ভেঙে পড়ে। এই ঘটনায় পাইপলাইন ক্ষতিগ্রস্থ হয়ে যাওয়ার কারণে আসানসোল সহ রানিগঞ্জ ও জামুড়িয়ার বিস্তীর্ণ পানীয়জল সরবরাহ ব্যাহত হয়েছে। অন্যদিকে এই বার্নপুর এলাকাতেই দামোদর নদীর উপর দিয়ে যাওয়া একটি রেল ব্রিজের রক্ষণাবেক্ষণও প্রশ্নের মুখে পড়েছে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি ক্রমাগত অভিযোগ করে আসছে যে দামোদর নদী থেকে অবৈধ বালি উত্তোলনের কারণে পিএইচইর পাইপলাইন ভেঙে গেছে। এখন দামোদর নদীর উপরে রেল ব্রিজটিও ঝুঁকির মধ্যে রয়েছে।

এই বিষয়ে আসানসোল দক্ষিণ বিধান সভার বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন যে, যেদিন পাইপলাইন সহ ব্রিজ ভেঙে পড়েছিল, সেদিন আমরা বলেছিলাম যে বালি চুরির কারণে এই ঘটনা ঘটেছে। এরআগে আমি ছটপুজোর সময় বার্নপুরের ভুতাবুড়ি মন্দিরে কাছে দামোদর নদীতে এসেছিলাম। তখন দেখেছিলাম সেখানে দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের সঙ্গে যোগাযোগকারী রেল ব্রিজের পিলারগুলোর কি অবস্থা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তারপরে আমি কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি লিখেছিলাম।

বিজেপি বিধায়ক বলেন, কালাঝড়িয়ায় পিএইচইর পাইপলাইন ভেঙে যাওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে আমি আবার রেল মন্ত্রীকে এই রেল সেতু সম্পর্কে একটি চিঠি লিখবো। অনুরোধ করে বলবো, দ্রুত এই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হোক। তিনি বলেন, এখানে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। আর এই অবৈধ খননের কারণে রেল সেতুর পিলারগুলি ক্ষতিগ্রস্থ ও দুর্বল হয়ে পড়ছে। যে কোনও সময় যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য এই অবৈধ বালি তোলা ও কারবার দায়ী। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, যে পাইপলাইন কেন ভেঙে পড়লো তা বলতে পারবেন না। তবে আমরা সবাই চাই যে কোথাও যদি কোনও সমস্যা হয়, তাহলে প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভাগ যেন ব্যবস্থা নেয়। কারণ এটা মানুষের জীবনের প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *