আসানসোলে আবারও জাতীয় সড়কে ধস, বিশালাকার গর্তে এলাকায় আতঙ্ক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ১৯ নং জাতীয় সড়কে ধারাবাহিকভাবে ধসের ঘটনা ঘটছে। এর আগে আসানসোলের চন্দ্রচূড় মন্দিরের কাছে ১৯ নং জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটে। সেই ধসে জাতীয় সড়কের একটি লেনে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এই ঘটনার ঠিক কয়েকদিন পরে, আসানসোল থেকে এথোড়া যাওয়ার রাস্তায় ১৯ নং জাতীয় সড়কে একই রকম ভাবে ধসের ঘটনা ঘটে। পরপর এই দুই ধসের ঘটনার জের কাটতে না কাটতেই রবিবার ভোরবেলা আবারও একইভাবে ধসের ঘটনা ঘটলো। এই ধসে ১৯ নং জাতীয় সড়কে এথোড়া মোড়ের কাছে সার্ভিস রোডে একটি বড় গর্তের সৃষ্টি হয়। যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ এবং ১৯ নং জাতীয় সড়ক অথরিটি কর্তৃপক্ষের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।




এই বিষয়ে জাতীয় সড়ক অথরিটির আধিকারিক রঞ্জিত চট্টোপাধ্যায় বলেন , রবিবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ, প্রশাসন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। জাতীয় সড়কে বারবার কেন এমন ধসের ঘটনা ঘটছে তা জানতে চাইলে তিনি বলেন, এই এলাকায় জাতীয় সড়কের নিচে দিয়ে জলের পাইপলাইন রয়েছে। যে কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান, পাইপলাইন বসানোর কাজ করা বিভাগের ইঞ্জিনিয়াররা আসেন। গোটা বিষয়টি তারা দেখছেন। জাতীয় সড়ক অথরিটি কতৃপক্ষও পরীক্ষা করে দেখছেন।