জামুড়িয়ায় বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তেজনা, বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়ায় রবিবার বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিজেপির আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই আন্দোলনকে ভেস্তে দিতে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতিরা চেষ্টা করে বলে অভিযোগ। যা নিয়ে শুরু হয় বিজেপির কর্মীদের সঙ্গে তর্কাতর্কি। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস রায় অভিযোগ করে বলেন, জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় রাস্তার একেবারে বেহাল দশা। সেই রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনে নামে বিজেপি কর্মীরা। সে সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে আমাদেরকে বাধা দেয় বলে অভিযোগ,তার। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা ব্রজনারায়ণ রায়।
তৃণমূল নেতার পাল্টা অভিযোগ, শান্ত চুরুলিয়ার পরিবেশ অশান্ত করতে বিজেপি কর্মীরা এইসব কিছু করছে। তাই স্থানীয় লোক সেটার প্রতিবাদ করেছেন। রাস্তা সারায়ের জন্য সমস্ত কথা ফাইনাল হয়ে গেছে। বর্ষা কাটলেই রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে। আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়ায় রবিবার বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিজেপির আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই আন্দোলনকে ভেস্তে দিতে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতিরা চেষ্টা করে বলে অভিযোগ। যা নিয়ে শুরু হয় বিজেপির কর্মীদের সঙ্গে তর্কাতর্কি।
খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস রায় অভিযোগ করে বলেন, জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া এলাকায় রাস্তার একেবারে বেহাল দশা। সেই রাস্তা সারাইয়ের দাবিতে আন্দোলনে নামে বিজেপি কর্মীরা। সে সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে আমাদেরকে বাধা দেয় বলে অভিযোগ,তার। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা ব্রজনারায়ণ রায়।তৃণমূল নেতার পাল্টা অভিযোগ, শান্ত চুরুলিয়ার পরিবেশ অশান্ত করতে বিজেপি কর্মীরা এইসব কিছু করছে। তাই স্থানীয় লোক সেটার প্রতিবাদ করেছেন। রাস্তা সারায়ের জন্য সমস্ত কথা ফাইনাল হয়ে গেছে। বর্ষা কাটলেই রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে।