রাস্তায় বিবাদ, বাড়িতে চড়াও হয়ে মিনিবাস মালিককে হুমকি টোটো চালকদের, বারাবনি থানায় অভিযোগ
বেঙ্গল মিরর, বারাবনি, রাজা বন্দোপাধ্যায়ঃ রাস্তায় বিবাদ ও বচসা। তার জেরে মিনিবাস মালিকের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো টোটো চালকদের বিরুদ্ধে। এই ঘটনার পরে টোটো চালকদের দাদাগিরি ও দৌরাত্ব আরো একবার প্রকাশ্যে চলে এলো। স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি জানিয়ে সোমবার বারাবনি থানায় আসানসোল মিনিবাস মালিক এ্যাসোসিয়েশনের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।




জানা গেছে, আসানসোল বারাবনি থানার দোমোহানি বাজার বড় মোড়ে গত ২ আগস্ট ঠিক তিনটে নাগাদ মিনিবাসের সামনে দাঁড় করিয়ে রাখা নিয়ে একটি টোটো চালকের সঙ্গে বচসা হয়। এরপরে ১৫ জন টোটো চালক ও মালিকেরা সন্ধ্যা আটটা নাগাদ তিনটে টোটোতে করে এসে দোমোহানিতে মিনিবাসের মালিক শেখ আমিরুদ্দিন সাগার বাড়িতে চড়াও হন। সেই সময় মিনিবাস মালিক বাড়িতে ছিলেন না । টোটো চালকেরা তার বাড়িতে হুমকি দিয়ে বলে যে, খুব সাবধানে থাকবেন। এরপর যাতে আপনার এখানে বাড়িতে না আসতে হয় আমাদেরকে।
পরে ঐ মিনিবাসের মালিক আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনকে গোটা বিষয়টি জানান। এরপরে গোটা বিষয়টি অ্যাসোসিয়েশনের তরফে বারাবনি থানায় লিখিত ভাবে জানানো হয়। সেই অভিযোগের প্রতিলিপি দেওয়া হয় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি ও বারাবনি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিওকে।এই প্রসঙ্গে বারাবনি থানার পুলিশ জানায়, একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।