DURGAPUR

দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে মারধরের ঘটনা, আরো দুজন গ্রেফতার

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে বেশ কয়েকজনকে মারধরের ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করল কোকওভেন থানার পুলিশ। ধৃত দুজনকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হল। সোমবার রাতে ধৃত সুরজ সিং ও রাহুল কুমার বার্নোয়াল এনটিপিএস থানার শিব মন্দির এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই কাণ্ডে এখনো পর্যন্ত মোট ছজনকে কোকওভেন থানার পুলিশ গ্রেফতার করলো ।এই ঘটনায় মুল অভিযুক্ত বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি সহ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরা সবাই ঘটনার অভিযোগ জমা পড়ার পর থেকেই ফেরার রয়েছে।

প্রসঙ্গতঃ, গত বৃহস্পতিবার ৩১ জুলাই দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটেছিলো। বাঁকুড়া থেকে দুর্গাপুরের জেমুয়া গ্রামের বেশ কয়েকজন গাড়ি করে গরু নিয়ে আসছিলেন। দুর্গাপুরের গ্যামন ব্রিজের কাছে বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী ও সমর্থক সেই গাড়ি আটকায়। অভিযোগ, তারা গরু নিয়ে আসা ব্যক্তিদের মারধর করে। গাড়ি থেকে গরু নামিয়ে ছেড়ে দেওয়া হয়। এর পাশাপাশি তাদেরকে কান ধরিয়ে রাস্তায় হাঁটানো হয় ও টাকা কেড়ে নেওয়া হয়। গোটা ঘটনা নিয়ে গোটা শিল্পাঞ্চল জুড়ে শোরগোল পড়ে।

ঘটনার দিন রাতে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। এর পাশাপাশি আক্রান্তরাও থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই শুরু হয় পুলিশের ধরপাকড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *