আসানসোলে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” শিবির পরিদর্শনে মহকুমাশাসক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বিবি কলেজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা নতুন কর্মসূচি “আমাদের পাড়া আমাদের পাড়া সমাধান”-এর একটি শিবিরের আয়োজন বুধবার করা হয়েছিল। আসানসোল পুরনিগমের ৪০ নং ওয়ার্ডের ২৮৪, ২৮৫ ও ২৮৬ নং বুথের জন্য এই শিবির বিবি কলেজে করা হয়েছে। এদিন সেই শিবির পরিদর্শনে যান আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।




রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এই সরকার শিবিরে প্রশাসনের আধিকারিক উপস্থিত ছিলেন। যারা জনগণের সমস্যা শোনেন এবং তার সমাধানের চেষ্টা করেন।এই বিষয়ে, শিবির পরিদর্শনের পরে মহকুমাশাসক (সদর) বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ” আমাদের পাড়া আমাদের সমাধান” শিবিরের আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে মানুষের সমস্যা সমাধান করা হচ্ছে।