আসানসোলের সেন্ট্রাম মলে পুলিশের অভিযান, পাকড়াও বেশ কয়েকজন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দিন কয়েক আগে আসানসোল উত্তর থানার সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর সৃষ্টিনগরের সেন্ট্রাম মলে আসা লোকদের সঙ্গে মারধরের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পরই পুলিশ গোটা এলাকায় টহলদারি জোরদার করে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির আইসির নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয় সেন্ট্রাল মল ও তার আশেপাশের এলাকায়। সেই অভিযানে বেশ কয়েকজনকে পুলিশ ধরে। তারা সেখানে গাঁজা ও অন্য নেশার দ্রব্য খাওয়ার সময় হাতেনাতে পাকড়াও আটক করা হয়।আইসি নিজে উপস্থিত থেকে গোটা অভিযান পরিচালনা করেন এবং মলের চারপাশে সন্দেহভাজন যুবকদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়।



এই ঘটনার পর থেকে সেন্ট্রাল মল এবং তার আশপাশের এলাকায় পলিশের টহল ও নজরদারি আরো কডা করা হয়েছে।পুলিশ সাদা পোশাকে নজরদারি চালাবে বলেও জানা গেছে।সূত্রের খবর, স্থানীয় দোকানদার ও বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতেই পুলিশ আরো সক্রিয় হয়েছে। স্বাভাবিক ভাবেই এলাকার মানুষেরা পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন।