আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মানুষের কাছে বুথ ভিত্তিক কাজের আবেদন শুনলেন বিধায়ক, বিডিও
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে মানুষজন তাদের একেবারে পাড়ার গলির বাড়ির পাশের সমস্যাগুলি তুলে ধরার সুযোগ পাচ্ছেন। সরকার ছোট ছোট কাজকেও গুরুত্ব দিয়ে রূপায়িত করার উদ্যোগ নিয়েছে। এই সুযোগ নেওয়ার জন্য মানুষজন উৎসাহের সঙ্গে শিবির গুলিতে এসে তাদের অসুবিধার কথাগুলি লিপিবদ্ধ করছেন। এর ফলে বড় কাজ ছোট কাজ সবই একসঙ্গে সম্পন্ন হচ্ছে। আজ বারাবনী ব্লকের দোমোহানী গ্রাম পঞ্চায়েত এর আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি শিবিরে উপস্থিত হয়ে এই কথাগুলি বললেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বারাবনি ব্লক আধিকারিক শিলাদিত্য ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং বারাবনি থানার ইনচার্জ দিব্যেন্দু মুখার্জি সহ প্রধান উপপ্রধান ।




এদিন ১৯২,১৯৩ এবং ১৯৪ নম্বর বুথের বাসিন্দাদের নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয় যেখানে এলাকার বহু মানুষ উপস্থিত হয়ে বেশ কিছু কাজের কথা বলেন।যেখানে ১৯২ নম্বর বুথে পুকুরঘাট,শিব মন্দিরের বাউন্ডারি ওয়াল, কালভার্ট, পুকুরের পাশে গার্ডওয়াল সহ ১০০ ফুট মতন ড্রেন ,এছাড়া চরক মেলার মধ্যে একটি ড্রেন রয়েছে সে ড্রেনে স্ল্যাব ও মেলা প্রাঙ্গনে হাইমাস লাইট ও দোমহানি স্কুল ও আইসিডিএস স্কুলের মেরামত ও স্ট্রিট লাইট এর প্রয়োজন ।এছাড়া ১৯৩ নম্বর বুথে ড্রেন ,কবরস্থানে একটি ঘর আছে সেটি মেরামত ও রং ও সোলার লাইট এর প্রয়োজন একই সাথে কমিউনিটি টয়লেট ইত্যাদির আবেদন জানানো হয়েছে ।পঞ্চায়েত কর্তৃপক্ষ সেইসব কাজগুলির সকলের সকল জনপ্রতিনিধিদের সামনে রাখেন । এইসব কাজ দ্রুত করার জন্য প্রশাসন উদ্যোগ নেবে বলে বিধায়ক আশ্বাস দেন। বিধায়কের উপস্থিতি এবং কাজের আশ্বাসে উপস্থিত বাসিন্দারা করতালি দিয়ে থাকে অভিনন্দিত করেন।