DURGAPUR

দুর্গাপুরে বালি বোঝাই ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুতে উত্তেজনা, পুলিশের গাড়ি ভাঙচুর, কাঁদানে গ্যাস

বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী যুবকের। কৃষ্ণ বাউরি (২৪) নামে ঐ যুবক বাড়ি থেকে বাজার করতে বেরিয়েছিলেন। শুক্রবার সকালের এই ঘটনাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার সিলামপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বলেন, সিলামপুরের রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে । সেই রাস্তা দিয়েই চলাচল করে অসংখ্য বালির গাড়ি। বেহাল সেই রাস্তা দিয়েই এদিন সাইকেলে করে বাজার যাচ্ছিলেন কৃষ্ণ বাউরি । সেই সময় একটি বালির ট্রাক আসছিল । বেহাল রাস্তার কারণে সাইকেলের টাল সামলাতে না পেরে লরির পিছনের চাকায় পড়ে যায় সে । ট্রাকের চাকায় পিষে যায় তার দেহ । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর সেই খবরে মুহুর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পরে উত্তেজনা । অভিযোগ পুলিশ আসতে দেরি করে । ক্ষোভ বাড়তে থাকে । পুলিশ আসতেই ক্ষোভের আগ্নেয়গিরি ফেটে যায় । পরে পুলিশকে তাড়া করে গ্রামবাসীদের একাংশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কৃষ্ণের দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানোর চেষ্টা করে। কিন্তু দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

তাদের দাবি, মৃত যুবকের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতি পূরণ হিসেবে দিতে হবে। ব্লক প্রশাসনের আধিকারিকদের এসে রাস্তার ব্যাপারে লিখি প্রতিশ্রুতি দিতে হবে। এরমধ্যেই কাঁকসা থানার আইসির গাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশ কর্মীদের লক্ষ্য করে ছোঁড়া হয় ইটও বলে অভিযোগ। ঘটনায় মাথা ফাটে কাঁকসা থানার আইসির। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে কমব্যাট ফোর্স। এসে পৌঁছান ডিসিপি ( পূর্ব) অভিষেক গুপ্তা সহ অন্য আধিকারিকরা। পরিস্থিতি সামাল দিতে আনা হয় আরো পুলিশ বাহিনী। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের সেল। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তা একেবারে বেহাল । রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বিধানসভা কেন্দ্র হলেও রাস্তার বেহাল অবস্থার দিকে নজর নেই পঞ্চায়েতের । ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে ।

অসংখ্য বালির ট্রাক ও গাড়ি চলাচল করে । ট্রাক ও ডাম্পার যাওয়ার ফলে রাস্তায় মানুষ হেঁটে পার হওয়ার অবস্থা থাকে না । বেহাল রাস্তার জন্য দুর্ঘটনা ঘটেছে এবং একজনের প্রাণ গিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের । পুলিশকে টাড়া করে যাওয়ায় পরিস্থিতি বেশ উত্তেজক হয়ে ওঠে । একসময় পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে । দুপুর তিনটের পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় । মৃতদেহ উদ্ধার করে পুলিশ তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *