অবৈধভাবে পুকুর ভরাটের জেরে এলাকার বিস্তীর্ণ অংশের নালী নর্দমার জল বাড়ি ঘরে ঢুকে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : অবৈধভাবে পুকুর ভরাটের জেরে এলাকার বিস্তীর্ণ অংশের নালী নর্দমার জল বাড়ি ঘরে ঢুকে রাস্তার চলাচলের পথে জমা হয়ে মানুষদের দুর্বিষহ অবস্থা হয়েছে এই দাবি তুলেই এবার রাণীগঞ্জের কাঠগাদা অঞ্চলের বাসিন্দারা সংলগ্ন এলাকা দিয়ে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়ক সোমবার বেলা ১২:০০ টা থেকে দুপুর একটা পর্যন্ত অবরোধ করে রাখে। এলাকাবাসীদের দাবি সংলগ্ন অংশে একটি দীর্ঘ প্রাচীন পুকুর ছিল যা জমি মাফিয়ারা অন্যায় ভাবে ভরাট করে সেইসব জমিতে প্লটিং করে সেখানে বাড়িঘর করে দিয়েছে। আর এর জেরে সমস্ত এলাকায় অল্প একটু বৃষ্টি হলেই নালি নর্দমার জল ছড়িয়ে পড়ছে চারিপাশে।




এই ৯১ নাম্বার ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর রাজু সিং কে এ বিষয়ে বারংবার জানানোর পরও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলেই অভিযোগ। সোমবার এই দাবি করেই বিক্ষোভকারীরা অবিলম্বে এলাকায় নিকাশী নালা তৈরি করতে হবে ও সংলগ্ন অংশে রাস্তাঘাটের মেরামতি করতে হবে বলেই দাবি তুলে জাতীয় সড়ক অবরোধ করে রাখে।
বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ৬০ নম্বর জাতীয় সড়কের বিস্তীর্ণ এলাকা, সমগ্র শহর স্তব্ধ হয়ে যায় এই বিক্ষোভের জেরে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় রানীগঞ্জ থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের পুলিশ, যদিও তারপরও দীর্ঘক্ষণ এই বিক্ষোভ কর্মসূচি চলে, পরে এলাকার ওয়ার্ড কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে, এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই আশ্বাস দেন। তারপরও তারা তাদের বিক্ষোভ চালিয়ে যায়। শেষমেষ কাউন্সিলর বিক্ষোভকারীদের জানান দুদিন পর এই সমস্যার সমাধানের জন্য তারা ব্যবস্থা নেবেন, সেই আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ তুলে নেয়।