আড্ডা অফিস ঘেরাও করে আইনজীবীদের বিক্ষোভ
দুর্গাপুরে আদালত ভবন নির্মাণের দাবি



বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুর মহকুমা আদালত ভবনের এমন বেহাল অবস্থা যে, প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। আইনজীবি থেকে সাধারণ মানুষ যারা আদালতে বিচার চাইতে আসেন, তারা সবাই আতঙ্কের মধ্যে রয়েছেন। এই আশঙ্কা ও নিরাপত্তাহীনতা নিয়ে কয়েকশো আইনজীবিরা সোমবার দুর্গাপুর বার এ্যাসোসিয়েশন ডাকে ঘেরাও করলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা অফিস। আইনজীবিদের দাবি, নতুন আদালত ভবন নির্মাণের জন্য আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার পক্ষ থেকে তৎপর ও কার্যকর ভূমিকা নেওয়া একান্ত জরুরি।

এই প্রসঙ্গে দুর্গাপুরের আইনজীবী সৌমেন মিত্র বলেন, আদালতের ভবন এখন আমাদের প্রত্যেকের জন্যই আতঙ্কের কারণ। সাধারণ মানুষকেও ভয়ের মধ্যে এই আদালতে আসতে হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নতুন আদালত ভবন তৈরির প্রক্রিয়ায়। সেজন্য তাদের আরও তৎপর ও জোরালো উদ্যোগ নেওয়া উচিত। আইনজীবিরা এক হয়ে বলছেন, আর কত ঝুঁকি নেব আমরা ? নতুন, নিরাপদ ও আধুনিক আদালত ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করতে হবে। কারণ এখানে প্রতিটি মুহূর্তে হতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যা বিচার ব্যবস্থাকে বিপর্যস্ত করবে বলে দাবি করা হয়েছে।