আসানসোলের সেন্ট্রাম মলে বসছে পুলিশ কিয়স্ক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কয়েকদিন আগে আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর সৃষ্টি নগরের সেন্ট্রাম মলে কিছু দুষ্কৃতি হামলার ঘটনা ঘটে। যেখানে মলে আসা লোকজনকে মারধর করা হয়েছিল। তারপর থেকেই মল এলাকার আইনশৃঙ্খলা এবং মলে আসা লোকজনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে। যে কারণে চিন্তিত মল কতৃপক্ষ তৎপর হন। তারা গোটা বিষয়টি নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উচ্চ আধিকারিকদের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলেন। শেষ পর্যন্ত ঠিক করা হয় যে, মলের নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ কিয়স্ক করা হবে। সেই মতো মঙ্গলবার মলের কাছে একটি পুলিশ কিয়স্ক তৈরির প্রস্তুতি শুরু হয়।



এ বিষয়ে বেঙ্গল সৃষ্টি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ( গ্রুপ হেড প্রোপার্টি ম্যামেজমেন্ট) বিনয় চৌধুরী এদিন বলেন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় সেন্ট্রাম মলের কাছে একটি পুলিশ কিয়স্ক তৈরি করা হচ্ছে। যে কোন ধরণের ঘটনা যাতে বন্ধ করা যায় সেজন্য সন্ধ্যাবেলায় এখানে পুলিশ মোতায়েন করা হবে।