সেল আইএসপির আধুনিকীকরণে স্থানীয়দের নিয়োগের দাবি, বার্নপুরে বেকার যুব মঞ্চের সভা
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল পুরনিগমের বার্নপুরের টিএমসি বা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্রের নেতৃত্বে বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণে স্থানীয় যুবকদের নিয়োগের দাবিতে বেশ কিছুদিন ধরে বিক্ষোভ আন্দোলন চলছে। সেলের চেয়ারম্যান সহ একাধিক আধিকারিকের কাছে এই দাবি পূরণে চিঠিও পাঠানো হয়েছে। বুধবার বিকেলে বার্নপুরে ইস্কো ভেহিক্যাল গেট বা ত্রিবেণী মোড় রেল ব্রিজের কাছে বেকার যুব মঞ্চের পক্ষ থেকে দাবি পূরণে একটি প্রতিবাদ সভা করা হয়।



কাউন্সিলার অশোক রুদ্র বলেন, সেল আইএসপি বা ইস্কো কারখানার সম্প্রসারণ ও আধুনিকীকরণ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় যুবকদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। এছাড়াও এই মুহুর্তে সেল আইএসপিতে কর্মরত ঠিকা শ্রমিকদের বেতন বৃদ্ধিরও দাবি জানানো হয়েছে। এই সভায় অশোক রুদ্র ছাড়াও কাউন্সিলর গুরমিত সিং, বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, আইএসপি সংলগ্ন এলাকায় আসানসোল পুরনিগমের সব ওয়ার্ডপর কাউন্সিলররা উপস্থিত ছিলেন।