আসানসোলে জাতীয় সড়কে আবারও ধস, গর্তে এলাকায় আতঙ্ক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আবারও ১৯ নং জাতীয় সড়কে ধসের ঘটনা ঘটলো। এবার ঘটনাটি আসানসোল উত্তর থানার কাল্লা মোড় সংলগ্ন সার্ভিস রোড। সোমবার গভীর রাতে এই ধসের ঘটনাটি ঘটেছে। ধসের কারণে সার্ভিস রোডে বিশালকার গর্তের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে ঘটনাটি জানাজানি হওয়ার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আশেপাশের মানুষজনেরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ প্রশাসনের তরফে এলাকাটি ব্যারিকেড করে দেয়। ঐ এলাকা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে ।




এদিকে, স্থানীয় বাসিন্দারা বলেন, ১৯ নং জাতীয় সড়কে যেভাবে বারবার এই ধরনের ঘটনা ঘটছে তা উদ্বেগজনক। এর জন্য তারা প্রশাসনকে আরও সতর্ক থাকার এবং যথাযথভাবে তদন্ত করার দাবি জানিয়েছেন। যাতে কোনও বড় দুর্ঘটনা আটকানো যায়।
প্রসঙ্গতঃ, এর আগে, ১৯ নং জাতীয় সড়কে আসানসোলের চন্দ্রচূড় মন্দির ও এথোড়া মোড়ে দিন কয়েকের মধ্যে ধসের ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে কল্যানেশ্বরী মন্দিরের কাছে ধসের ঘটনা ঘটে।
এই প্রসঙ্গে আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য এদিন বলেন, সোমবার রাতে কাল্লা মোড়ের কাছে সার্ভিস রোডে ধসের ঘটনা ঘটেছে। জাতীয় সড়ক অথরিটি ও পিএইচইকে গোটা বিষয়টি সমীক্ষা করে দেখতে বলা হয়েছে। তারা সেই কাজ করা হয়েছে। রোড সেফটি কমিটিও বিষয়টি দেখছে বলে জানা গেছে।