KULTI-BARAKAR

কুলটিতে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

ব্যক্তিগত আক্রোশ থেকে হামলার ঘটনা

বেঙ্গল মিরর, কুলটি ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায়। মৃত যুবকের নাম গোপাল মাহাতো (৩৪)। মৃতের পরিবারের অভিযোগ, সোমবার রাতে এলাকার বেশ কয়েকজন গোপাল মাহাতোকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে চিনাকুড়ি ডিসপেনসারির কাছে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে রাত সাড়ে দশটা কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ অচৈতন্য অবস্থায় গোপাল মাহাতোকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসা চলাকালীন রাত সাড়ে এগারোটা নাগাদ তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।

গোপাল মাহাতোর স্ত্রী কোমল দেবী ও ভাই রাজকুমার মাহাতো বলেন, এর আগেও বেশ কয়েকবার হামলা করা হয়েছে গোপালের উপর। রাজকুমার আরো বলেন, এলাকার বাসিন্দা অনিল নুনিয়া সহ ১৪ /১৫ সোমবার রাত সাড়ে আটটা নাগাদ গোপালকে বাড়ি আসার পথে গাড়িতে তুলে নেয়। তারপর তাকে মারধর করে চিনাকুড়ি ডিসপেনসারির সামনে ফেলে দিয়ে পালায়। অনিল একটি মামলায় জেলে ছিলো। সেই সময় বিবাহিত গোপালের সঙ্গে অনিলের স্ত্রীর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। জেল থেকে ছাড়া পেয়ে অনিল তা জানতে পারে। তখন থেকেই অনিলের সঙ্গে গোপালের বিরোধ তৈরি হয়।

পুলিশ জানায়, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে। তারা বেশ কয়েকজনের নাম বলেছে। প্রাথমিক তদন্তের পরে জানা গেছে , এলাকারই যুবক অনিল নুনিয়া ও তার সঙ্গীরা এই যুবককে মারধর করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *