খনি গর্ভে জল ঢুকে আটকে পাঁচজন শ্রমিক, মৃত এক
চারজন শ্রমিককে উদ্ধার, ম্যানেজমেন্টের গাফিলতি নিয়ে সরব শ্রমিক সংগঠনে
বেঙ্গল মিরর।সার্থক কুমার দে ও চরণ মুখার্জী, অন্ডাল : খনি গর্ভে জল ঢুকে মৃত্যু হল এক শ্রমিকের । দুর্ঘটনায় নিখোঁজ অন্য চারজন শ্রমিককে উদ্ধার করা হয় । ইসিএল এর বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির ঘটনা । কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি ।বুধবার ভোরে ইসিএল এর বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ঘটে গেল বড় দুর্ঘটনা । মৃত্যু হল বিবেক কুমার মাঝি নামে এক শ্রমিকের । নিখোঁজ চার শ্রমিককে উদ্ধার করা হয় । কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে এই দুর্ঘটনাটি ঘটে ।



কোলিয়ারী সূত্রে জানা যায় গেনওয়েল কোম্পানি নামের একটি বেসরকারি সংস্থার ৯ জন কর্মী দুর্ঘটনার সময় কাজ করছিল । দেওয়ালে হোল করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙ্গে সেখানে জল ঢুকে যায় । জলের তোড়ে ভেসে যান পাঁচজন কর্মী । এর মধ্যে মৃত্যু হয় বিবেক কুমার মাঝির । অন্য চারজনকে উদ্ধার করা হয় । দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খনি আধিকারিক ও উদ্ধারকারী দল । সহকর্মী ও শ্রমিক সংগঠনের নেতারাও সেখানে পৌঁছান ।
ম্যানেজমেন্টের গাফিলতি নিয়ে সরব শ্রমিক সংগঠনের নেতারা । তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠন কেকেএসসির সৌমিক মজুমদার, সিটুর মনোজ মুখোপাধ্যায়রা বলেন এই দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের । খনি গর্ভে নিরাপত্তার গাফিলতি রয়েছে, এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে দাবি করেন তারা । ঘটনাস্থলে উত্তেজনার আঁচ পেয়ে সেখানে এসিপি অন্ডাল সহ পৌঁছায় পুলিশও । কোলিয়ারীর কর্মীরা জানান এবারই প্রথম নয়, এর আগেও একাধিক বার এই কোলিয়ারিতে ঘটেছে দুর্ঘটনা, মৃত্যু হয়েছে শ্রমিকের । তারপরও থেকে গেছে সুরক্ষায় গাফিলতি ।