দুর্গাপুরে বেসরকারি কারখানার দুর্ঘটনা, কর্মরত অবস্থায় ঝলসে ঠিকা কর্মীর মৃত্যু, জখম ৫
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ কর্মরত অবস্থায় ঝলসে মৃত্যু হলো এক কর্মীর। আশঙ্কাজনক আরো পাঁচ কর্মী। মঙ্গলবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুর থানার কমলপুর সংলগ্ন বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। মৃত ঠিকা কর্মীর নাম নবীন কুমার (২৭)। সে বিহারের নাবাডা জেলার বাসিন্দা। মৃত কর্মীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।



জানা গেছে, অন্য দিনের মতো মঙ্গলবার রাতের শিফটে অন্যান্য ঠিকা কর্মীদের সাথে দুর্গাপুরের স্পঞ্জ আয়রন কারখানায় কাজ করছিলেন নবীন কুমার। রাত সাড়ে দশটা নাগাদ গরম স্ল্যাগ ভর্তি ল্যাডেল থেকে স্ল্যাগ ছিটকে পড়ে। তাতে সেই সময় সেখানে কাজ করা নবীন কুমার ঝলসে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর জখম হয় আরো ৫ শ্রমিক। সেই পাঁচজনকে ভর্তি করা হয় বিধাননগরের একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে। আর মৃত শ্রমিকের দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি দুর্গাপুরের কোর কমিটির। কোর কমিটির সদস্য বান্টি সিং বলেন, দুর্গাপুরের একটি বেসরকারি কারখানায়একটি ঘটনা ঘটেছে। খবর পেয়েছি। তাতে এক ঠিকা কর্মীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। মৃত শ্রমিকের পরিবার যাতে সঠিক ক্ষতিপূরণ পায় এবং পরিবারের একজন চাকরি পায় সেই ব্যবস্থা করব। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য কারখানা কতৃপক্ষের কাছে কর্মীদের জন্য আরো বেশি করে নিরাপত্তার দাবি করা হবে।এদিকে, এই ঘটনা নিয়ে ঐ বেসরকারি কারখানা কতৃপক্ষের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।