RANIGANJ-JAMURIA

রানীগঞ্জে জাতীয় সড়কে দুর্ঘটনা

বেঙ্গল মিরর, দীপ রঞ্জন ব্যানার্জী, রানীগঞ্জ : বুধবার দুপুরে রানীগঞ্জে দুই নম্বর জাতীয় সড়কে মঙ্গলপুর জুটমিল লাগোয়া এলাকায় ওভারব্রিজের কাছেই স্কুটি চালক হলো দুর্ঘটনার শিকার। ঘটনা প্রসঙ্গে জানা যায় এ দিন বেলা বারোটা নাগাদ রাণীগঞ্জ থেকে অন্ডাল অভিমুখে যাওয়ার পথে পেছন থেকে কোনো ভারী যান ওই স্কুটি চালক কে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। জানা গেছে বছর 45 এর ঐ স্কুটি চালক অন্ডালের আর মহারাজ, রাণীগঞ্জ থেকে অন্ডালে নিজের বাড়ি ফিরছিলেন। সে সময়ই ঘটে এই ঘটনা। স্থানীয় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়কের এই স্থানে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এর আগেও বেশ কয়েক দফায় মঙ্গলপুর জুটমিল লাগোয়া এই ওভার ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়তে দেখা গেছে অনেক যানবাহনের চালক ও যাত্রীদের।

Leave a Reply