RANIGANJ-JAMURIA

রানীগঞ্জের বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবি তুলে এবার প্রজেক্ট ডিরেক্টর এবং জেলাশাসককে চিঠি দিলেন বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য। আসানসোল । একদিকে রানীগঞ্জের নাগরিক বা বণিক সভার পক্ষ থেকে যখন বারবার জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে আন্দোলন করা বা বিক্ষোভ চলছে সেই সময় রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় অবিলম্বে এই রাস্তা মেরামতের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন জাতীয় সড়কের প্রজেক্ট ডিরেক্টর এবং জেলা শাসক কে।তাপস বাবু জানান রানীগঞ্জের পাঞ্জাবি মোড় থেকে বল্লভপুর রেল কলোনি পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বেহাল অবস্থায় পড়ে আছে ।প্রত্যেক দিন দুর্ঘটনা লেগে আছে। প্রাণ হাতে নিয়ে মানুষকে চলাচল করতে হচ্ছে রাস্তায় বিরাট বিরাট গর্তর উপর দিয়ে। বৃষ্টি হলে সেখানে জল জমে উপর থেকে বোঝা যায় না কোথায় কতটা গর্ত আছে। অবিলম্বে এই গোটা রাস্তাটি মেরামতের তিনি দাবি জানিয়ে শুক্রবারই চিঠি দিয়েছেন জাতীয় সড়কের প্রকল্প নির্দেশক এবং পশ্চিম বর্ধমানের জেলা শাসক কে।

অপরদিকে রাণীগঞ্জের নাগরিক সংগঠনের কার্যকরী সভাপতি গৌতম ঘটক বলেন রানীগঞ্জ শহরের ভেতর দিয়ে যাওয়া প্রায় পাঁচ কিলোমিটার এই জাতীয় সড়কটি অবিলম্বে সংস্কারের দাবিতে আসানসোলের মেয়র ,জেলা প্রশাসন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তর সবাইকেই চিঠি দিয়েছি। রানীগঞ্জ বণিক সভা ও এই একই দাবিতে সোচ্চার হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা গির্জা পাড়া রেলগেটের কাছে তার বাংলো ,স্থানীয় পেট্রোল পাম্পের এলাকা, রেল কলোনি সর্বোচ্চ বড় বড় গর্ত হয়ে আছে। ছোট গাড়ি গেলেই উল্টে যাওয়ার সম্ভাবনা থাকছে বা দুর্ঘটনাও ঘটছে। এমনকি লোক মারাও গেছে।

রানীগঞ্জের প্রাক্তন সিপিএম বিধায়ক রুনু দত্ত বলেন রানীগঞ্জের ঢোকা এবং বেরোনোর জন্য সমস্ত রাস্তাগুলো বেহাল অবস্থায় আছে ।কেন্দ্র বা রাজ্য সরকারের এই সংক্রান্ত কোনও দপ্তর আছে বলে মনে হয় না। ফলে মানুষ দুর্ঘটনায় পড়ছে বা প্রাণো যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *