ASANSOL

আসানসোলে ৪৭ কোটি দিয়ে নতুন তৈরি হলো ডিএম ও সিপি অফিস

মঙ্গলবার ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলে নবনির্মিত পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম অফিস ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার বা সিপি অফিস মঙ্গলবার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দুটোর সময় বর্ধমান থেকে নতুন এই দুটি অফিস ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন বলে জেলা প্রশাসন সূত্রে সোমবার জানা গেছে। দুটি অফিস উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার ডিএম অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসানসোলের কল্যানপুর হাউজিংয়ে নতুন ডিএম অফিস তৈরি করা হয়েছে। সিপি অফিস তৈরি করা হয়েছে আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারের পাশে।

সোমবার পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম কল্যাণপুর হাউজিংয়ে নবনির্মিত জেলাশাসক অফিস পরিদর্শন করেন। এই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক বা এডিএম সঞ্জয় পাল, শুভাষীনি ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ প্রশাসনের আধিকারিকরা। এদিন জেলাশাসক মঙ্গলবারের অনুষ্ঠানের ব্যাপারে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় নির্দেশ দেন।

প্রসঙ্গতঃ, বর্ধমান ভেঙে পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান তৈরি করা হয়েছিলো। একইভাবে তৈরি করা হয়েছিলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার অফিসে ডিএম অফিস হয়। সেখানে এতোদিন পর্যন্ত ডিএম ও এডিএমদের কার্যালয় ছিলো। আসানসোলের জিটি রোডের কুমারপুরে এভলিং লজে ছিলো আসানসোলের সিপি অফিস। পুলিশ কমিশনারেটের বাকি অফিসারদের মধ্যে বেশ কয়েকজনের অফিস ছিলো এই এভলিং লজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *