BARABANI-SALANPUR-CHITTARANJAN

রেল শহরে দীর্ঘদিন ধরে থাকা অবৈধ ঘর ভাঙতে শুরু করল চিত্তরঞ্জন রেল প্রশাসন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- চিত্তরঞ্জনের রেল শহরে দীর্ঘদিন ধরে থাকা একাধিক ভাবে তৈরি অবৈধ ঘর ভাঙতে শুরু করে চিত্তরঞ্জন রেল প্রশাসন। আর সেইসব অবৈধ নির্মাণে বুলডোজার চালাল সোমবার সকাল থেকেই ফতেপুর এলাকার ৫৬ নম্বর ও ৫৭ নম্বর রাস্তার পাশে।তবে এই উচ্ছেদ চলাকালীন তৃণমূলের পতাকা নিয়ে বাধা দিতে এগিয়ে আসেন চিত্তরঞ্জন শহরের দেবু ঘোষ সহ সেখানকার আবাসিকেরা। দেবু ঘোষ সহ অন্যান্যরা রাস্তায় শুয়ে পড়ে উচ্ছেদ আটকানোর চেষ্টা করেন।যদিও বিশাল আরপিএফ বাহিনী প্রায়
৬০ জনের মহিলা পুরুষ আর পি এফ বাহিনী এই কাজে
তাদের উচ্ছেদস্থল থেকে সরিয়ে দিতে উদ্যোগ নেয়।


ঘটনাস্থলে এসে পৌঁছান চিত্তরঞ্জন রেলের উচ্চপদস্থ আধিকারিক আইজি বীরেন্দ্র কুমার। এরপরই রাস্তা থেকে আরপিএফ দেবু ঘোষকে
চ্যাংদোলা করে তাদের গাড়িতে তোলে প্রতিরোধও শেষ হয়ে যায়। বুলডোজারের আঘাতে মাটিতে মিশে যেতে থাকে ইঁটের পাঁচিল দেওয়া টিন অ্যাসবেসটাসের ছাদের সারি সারি ঘর । তাই দেখে আর্তনাদ করতে থাকেন এইসব ঘরে বসবাস করা মানুষজন । যদিও অনেকেই বিপদের আঁচ পেয়ে তারা ঘর থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছিলেন আগেই। এমন বহু ঘর রয়েছে যাদের জিনিসপত্রও বুলডোজারের চাপে মাটির তলায় মিশে গেল।


এইসব ঘরগুলিতে চিত্তরঞ্জন শহরের বিভিন্ন বাজারে ব্যবসা করা সবজি ব্যবসায়ী, ফুচকাওয়ালা থেকে শুরু করে বাড়ি বাড়ি কাজ করা পরিচারিকারা পরিবার পরিজন সহ বাস করছিলেন।
এদের ছেলেমেয়েরা শহরের বিভিন্ন স্কুলে পড়াশোনা করে।
তাদের মধ্যে কেউ মাধ্যমিক, কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।ভয়ংকর এই শীতের দিনে এইসব পড়ুয়া
সহ মানুষজনকোথায় যাবেন তাই নিয়েই শুরু হয়েছে উদ্বেগ।



এই দৃশ্যই বলে দিচ্ছে রেল প্রশাসনের অনমনীয় মনোভাব কতোটা দৃঢ়।সিএলডব্লু আর পি এফ আইজি বীরেন্দ্র কুমার
বলছেন বহু আগে নোটিশ জারি করা সত্ত্বেও বেআইনিভাবে
সংরক্ষিত শহর চিত্তরঞ্জনের ভেতরে বসবাসকারীরা
ঘরদোর থেকে সরতে না চাওয়ার জন্য এই ব্যবস্থা
নিতে হয়েছে। ৫৭ টি ঘর আজ ভেঙে দেওয়া হবে
বলে নোটিশ দেওয়া হয়েছিল দিন কুড়ি আগে জানিয়ে বলা হয় শহর জুড়ে এই অভিযান নিয়মিতচলবে।
তাছাড়া এইসব বসতিগুলি থেকে শহরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। তাছাড়া সংরক্ষিত শহরে কোন অবৈধ নির্মাণ রাখা হবে না বলে যে সিদ্ধান্ত রেল নিয়েছে তাতে দোকান থেকে শুরু করে কোন ঘরই আর চিত্তরঞ্জনে অবৈধভাবে থাকতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।

Leave a Reply