আসানসোলে ৪৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডিএম ও সিপি অফিসের ভার্চুয়াল উদ্বোধন
পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার পূর্ব বর্ধমানে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা করে এসেন। সেই সভা থেকে তিনি দুই বর্ধমানের জন্য একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তার মধ্যে অন্যতম হলো আসানসোলের কল্যানপুর হাউজিংয়ে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক বা ডিএম ও আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারের পাশে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট বা সিপি অফিস। এই দুটির পাশাপাশি বর্ধমানের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পশ্চিম বর্ধমান জেলার ১১০ কোটি টাকা ব্যয়ে ২৪ টি নতুন প্রকল্পের উদ্বোধন ও ৫২ কোটি টাকার আরো ২৩ নতুন প্রকল্পের শিলান্যাস করেন। এরজন্য নতুন ডিএম অফিস প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।




সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আসানসোলে পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক কার্যালয় ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি নতুন ভবন নির্মিত হয়েছে। এর সাথে তিনি পশ্চিম বর্ধমান জেলার জন্য আরও অনেক উপহারের ঘোষণা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুরে বাণিজ্যিক কর ভবন মেরামত করা হয়েছে এবং আসানসোল ও রানিগঞ্জে পুর প্রশাসনিক ভবন নির্মিত হয়েছে। রাস্তা নির্মাণের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই জেলার সালানপুর কাঁকসা, সালানপুর, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে রাস্তা নির্মাণের জন্য ৯ কোটি টাকা দেওয়া হয়েছে। জামুরিয়া, রানিগঞ্জ, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর, বারাবনি এবং পান্ডবেশ্বরে ৯টি নতুন স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে। বারাবনি, অন্ডাল, দুর্গাপুর, ফরিদপুর ব্লকে তিনটি নতুন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হচ্ছে। আরো বেশ কিছু প্রকল্পের এদিন শিলান্যাস করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পরে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক দুজায়গায় দুটি নতুন ভবনের ফলক উন্মোচন করেন। অন্যদের মধ্যে ছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল পুরনিগম কমিশনার তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার সিইও অদিতি চৌধুরী, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায় , পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পরামর্শদাতা ভি শিবদাসন ওরফে দাসু, জেলার অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, শুভাষীনি ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এই প্রসঙ্গে জেলাশাসক বলেন, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের সভা থেকে আসানসোলে ডিএম অফিস ও সিপি অফিসের ভার্চুয়াল উদ্বোধন করেছেন।