DURGAPUR

লক্ষ – লক্ষ টাকার ভুয়ো ঋণ নেওয়ার অভিযোগ, তিন প্রতারক গ্রেফতার

বেঙ্গল মিরর, ফরিদপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গাপুরের ফরিদপুরে এক চাঞ্চল্যকর প্রতারণার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে। মানুষের স্বপ্ন ভেঙে দিয়ে লক্ষ লক্ষ টাকার ভুয়ো ঋণ কেলেঙ্কারির একটি অভিযোগ উঠেছে। তাতে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ নেওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ।জানা গেছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি ফরিদপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৩৪ ধারায় একটি মামলা ( নং ৪/২৫) রুজু করা হয় প্রতারণার অভিযোগের ভিত্তিতে । মোট সাতজন অভিযুক্ত এই মামলায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে তিনজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।প্রথমে বর্ধমান থেকে গত ১৬ আগস্ট গ্রেফতার করা হয় প্রসেনজিৎ ঘোষকে।

যিনি ২০২৪ সালের ১৯ জানুয়ারি ১৪ লক্ষ ৩১ হাজার টাকার ভুয়ো ঋণ নিয়েছিলেন। এরপরে মঙ্গলবার বাঁকুড়া থেকে গ্রেফতার করা হয় কার্তিক বাগদি ও খাদিজা বেগম জামাদারকে । তাদের বিরুদ্ধে যথাক্রমে ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি ১১ লক্ষ ৮৮ হাজার ৬০০ টাকা এবং ২০২৪ সালের ৮ জানুয়ারি ১৪ লক্ষ ৪২ হাজার টাকার ভুয়ো ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে তারা জেল হেফাজত ও পুলিশ রিমান্ডে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *