PANDESWAR-ANDAL

চুরির পর্দা ফাঁস, উদ্ধার মোবাইল, মোটরবাইক

বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : সাম্প্রতিককালে অন্ডাল থানার কাজোড়া মোড় এলাকায় দুটি মোবাইলের দোকানে ঘটে চুরির ঘটনা । বেশ কিছু মোবাইল সেট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ।‌ গ্রেফতার করা হয় কাজোড়া মোর সংলগ্ন সরিষাডাঙ্গা এলাকার জগন্নাথ রুইদাস ও ভূইয়া পাড়ার বাসিন্দা রাজা ভূঁইয়া কে । দু’জনকে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ উদ্ধার করেছে চুরি যাওয়া ৮ টি মোবাইল ফোন ।

অন্যদিকে অন্য একটি বাইক চুরির ঘটনায় দুষ্কৃতীদের সন্ধানে অন্ডাল থানার পুলিশ পাড়ি দিয়েছিল প্রতিবেশী ঝাড়খন্ড রাজ্যে । সেখানকার সারোয়ান থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় বিজয় দাস ও মনোজ কুমার মন্ডল নামে দুই দুষ্কৃতি । তাদের ডেরা থেকে উদ্ধার হয় ৪ টি চুরির বাইক । মঙ্গলবার ধৃত দুষ্কৃতীদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । চুরি যাওয়া বাকি জিনিস উদ্ধার করতে ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে এক তদন্তকারী জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *