আসানসোলে চারচাকা গাড়ি করে গরু চুরি করে পালানোর চেষ্টা, পুলিশের ধাওয়ায় পালালো চোরের দল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ চারচাকা স্করপিও গাড়ি করে দুটি গরু চুরি করে পালানোর চেষ্টা করলো চোরের দল। কিন্তু পুলিশ সেই খবর পেয়ে সেই গাড়ির পিছু ধাওয়া করে। পুলিশ সামনে চলে আসায়, গরু সহ ঐ গাড়ি ছেড়ে চম্পট দেয় চোরের দল। পুলিশ গাড়িটি আটক করার পাশাপাশি গরু দুটিকে উদ্ধার করে। বুধবার রাতে আসানসোল শহরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।




জানা গেছে, আসানসোল দক্ষিণ থানার মহিশীলা গ্রাম এলাকা থেকে বুধবার মধ্যরাতে ২টি গরু চুরি করে একটি সাদা রঙের স্করপিও গাড়িতে চাপিয়ে পালাচ্ছিলো চোরের দল। সেই গরু নিয়ে পালানো দেখে ফেলে আসানসোল দক্ষিণ থানার এক সিভিক ভলেন্টিয়ার। এরপর সেই সিভিক ভলেন্টিয়ার ঘটনার খবর দেয় আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডুকে। তিনি সঙ্গে যে এলাকা দিয়ে সেই গাড়ি নিয়ে পালাচ্ছিলো চোরেরা, সেই এলাকায় পুলিশ অফিসারকে পাঠান। এরপরে ঘটনাস্থলে যাওয়ার সময় পুলিশ গাড়ি এবং গরু চুরি করে নিয়ে যাওয়া স্করপিও গাড়ি মুখোমুখি হয় আসানসোলের ভগৎ পাড়ায়। পুলিশের গাড়িকে দেখে স্করপিও গাড়িটি পেছনের দিকে পালাতে গেলে ঝোপঝাড়ের কাদায় আটকে যায়। এরপরে কোন উপায় না থাকায়, স্করপিওতে থাকা চোরেরা গাড়ি ছেড়ে পালিয়ে যায়।
খবর পেয়ে এলাকার বাসিন্দারা সেখানে আসেন। পুলিশ গরু ও গাড়ি আসানসোল দক্ষিণ থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে গরু মালিক আসানসোল দক্ষিণ থানায় পুলিশের কাছে এসে নিজের গরু দুটিকে নিয়ে যান বলে জানা গেছে ।স্করপিও গাড়ির মালিক এবং গরু চুরি করে পালানোর সময় সেই গাড়িতে কে কে ছিল তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানা গেছে।