আসানসোলের নিয়ামতপুরে জমি বিবাদকে কেন্দ্র করে শুট আউট, মৃত্যু পৌরকর্মীর
বেঙ্গল মিরর, নিয়ামতপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়* : জমি বিবাদকে কেন্দ্র করে চলল গুলি। আর তাতে মৃত্যু হল এক যুবকের। কুলটি থানার নিয়ামতপুরে জমি বিবাদকে কেন্দ্র করে এই গুলি চলার ঘটনা ঘটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।




আসানসোলের কুলটি থানার নিয়ামতপুরের রহমান পাড়ায় বাইক আরোহীরা জাভেদ রহমানকে গুলি করে। পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে। পুলিশ তদন্ত করছে। আহত জাভেদকে প্রথমে কুলটির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে ডাক্তার তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবক আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিসের কর্মী বলে জানা গেছে।