আসানসোলে ” সাধারণ গ্রন্থাগার দিবস” উদযাপন উপলক্ষে অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের জেলা গ্রন্থাগারে রবিবার সাধারণ গ্রন্থাগার দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো । এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, সুব্রত অধিকারী, জেলা গ্রন্থাগারের সকল কর্মচারী এবং সাধারণ মানুষেরা উপস্থিত ছিলেন।




এই উপলক্ষে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সহ সব অতিথিরা বই এবং গ্রন্থাগারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন , গ্রন্থাগার প্রতিটি যুগে গুরুত্বপূর্ণ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সমাজের জন্য গ্রন্থাগার কতটা গুরুত্বপূর্ণ তা কাউকে বলার দরকার নেই। তাই রাজ্য সরকার প্রতিটি জেলায় গ্রন্থাগার তৈরি এবং এর মান উন্নত করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে।