কুয়ো থেকে উদ্ধার হল নিখোঁজ আলেয়া বিবির পচা গলা দেহ
বেঙ্গল মিরর, ।সার্থক কুমার দে, লাউদোহা : কুয়ো থেকে উদ্ধার হল নিখোঁজ মহিলার পচা গলা দেহ । মৃতের নাম আলেয়া বিবি । দুর্গাপুর ফরিদপুর থানার রাঙ্গামাটি গ্রামের ঘটনা । দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ।রবিবার সকালে দুর্গাপুর ফরিদপুর থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের পেটো থানা কালীমন্দির সংলগ্ন কুয়ো থেকে এক মহিলার পচা গলা দেহ উদ্ধার হয় । স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ যাই ঘটনাস্থলে । দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানাতে ।স্থানীয় সূত্রে জানা যায় মৃত দেহটি রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা আলেয়া বিবি (৩৫) নামে এক মহিলা ।




ওই মহিলা ১৬ ই আগস্ট থেকে নিখোঁজ ছিলেন । মৃত মহিলার স্বামী গিয়াসউদ্দিন বলেন ১৬ তারিখ থেকে স্ত্রী নিখোঁজ ছিল । অনেক খোঁজাখুঁজির পরও তার খোঁজ পাওয়া যায়নি । ওই দিনই থানাতে স্ত্রীর নিখোঁজের মিসিং ডায়েরি করেছিলাম । দুর্গাপুর ফরিদপুর থানার এক আধিকারিক জানান কুয়ো থেকে পচা গলা অবস্থায় দেহটি উদ্ধার হয়েছে । ময়না তদন্তের পরেই ওই মহিলার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান ।