ASANSOL

রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপে উত্তর কলকাতা প্রথম পশ্চিম বর্ধমান দ্বিতীয়, হুগলি তৃতীয়

রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপে সবচেয়ে প্রবীণ ৮৮বছরের চিকিৎসক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিতলেন ব্রোঞ্জ

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য,।আসানসোল। ৫৭ তম রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় যোগ দিয়ে প্রবীনদের গ্রুপে ব্রোঞ্জ মেডেল জিতলেন আসানসোলের বিশিষ্ট প্রবীণ চিকিৎসক ৮৮ বছর বয়স্ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় ।একসময় তিনি ডার্মাটোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সর্বভারতীয় সভাপতি ছিলেন। এই বয়সেও তিনি যেমন রোগী দেখেন তেমনি রাইফেল শুটিংয়ে পিস্তলে মাঝেমধ্যে গিয়ে শুটিং ক্লাবে তার রেওয়াজ সেরে নেন।আসানসোলে অনুষ্ঠিত রাইফেল ক্লাবের রাজ্য শুটিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে গত ২৫ শে আগস্ট এবং শেষ হলো ৩১আগস্ট রবিবার। এই প্রতিযোগিতার মেন গ্রুপে ২৫ মিটার স্ট্যান্ডার্ড পিস্তলের শুটিংয়ে তৃতীয় হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিভাগে প্রথম ও দ্বিতীয় হয়েছে পশ্চিম বর্ধমানের আরনেস্ট কুমার বক্স এবং উত্তর কলকাতার রাইফেল ক্লাবের সুশান্ত ঘোষ। এই বয়সে সাধারণ পুরুষ প্রতিযোগীদের সাথে যোগ দিয়ে তার এই পুরস্কার ছিনিয়ে আনায় এখানে উপস্থিত তরুণ প্রজন্ম অত্যন্ত উৎসাহিত হয়েছে বলে জানা গেছে।

এই প্রতিযোগিতায় চিকিৎসকল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সবচেয়ে বেশি বয়স্ক প্রতিযোগী। তিনি এই সময়কে জানান ৮০র দশকে মধ্যপ্রদেশে মিলিটারি একাডেমিতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছিলেন। এরপর আমেদাবাদ মাদ্রাজ দিল্লি সহ দেশের একাধিক জাতীয় স্তরের প্রতিযোগিতায় বিভিন্ন পদক্ষেপে পেয়েছেন। দু’বছর আগে তিনি রাজ্য শুটিংয়ে স্বর্ণপদক পেয়েছিলেন। আগামী দিনেও জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কল্যাণবাবু ।আসানসোল রাইফেল ক্লাবের তিনি সদস্য ছাড়াও পশ্চিমবঙ্গ রাইফেল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিও ছিলেন।তার ছেলে বিশিষ্ট চিকিৎসক রঘুবীর বন্দ্যোপাধ্যায়ও এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন। তবেই তিনি কোনও পুরস্কার পাননি।

এবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর কলকাতা রাইফেল ক্লাব ।দ্বিতীয় পশ্চিম বর্ধমান রাইফেল ক্লাব এবং তৃতীয় হুগলি রাইফেল ক্লাব। কলকাতা পুলিশ সহ প্রায় ৯৫০ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগদেন বলে জানান রাইফেল এসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা বি কে ঢল। তিনি বলেন এবারই প্রথম বিভিন্ন বিভাগে বিশেষ কৃতীদের নগদ অর্থ তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে। যার মধ্যে দশ মিটার এয়ার রাইফেলে অভিনব সাউ এবং মেয়েদের মধ্যে ১০ মিটার এআর রাইফেলে মেহেলি ঘোষ আছেন। কৃতিদের হাতে পুরস্কার তুলে দেন শ্রম মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শত্রুঘন সিনহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *