ASANSOL

আসন্ন উৎসবের মরশুমে আসানসোল পুরনিগম এলাকা পরিষ্কার রাখতে আলোচনা, কমিশনারের উপস্থিতিতে বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসন্ন দুর্গাপুজো সহ উৎসবের মরশুমকে সামনে রেখে সোমবার আসানসোল পুরনিগমের কনফারেন্স হলে একটি বৈঠক হয়। এই বৈঠকে স্যানিটেশন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, কমিশনার অদিতি চৌধুরী, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, মানস দাস এবং অন্যান্য ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।

আসন্ন উৎসবের মরশুমে আসানসোল পুরনিগম এলাকায় কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা যায় সে বিষয়ে আলোচনা হয় এদিনের বৈঠকে। পরে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বলেন, এদিনের স্যানিটেশন বিভাগের পাশাপাশি অন্য বিভাগের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন। যেখানে উৎসবের মরশুমে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পূর্ণ নিখুঁত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য প্রয়োজনে আবর্জনা সংগ্রহকারী যানবাহনগুলিকে আরও বেশি ট্রিপ করতে বলা হয়েছে।

পুর কমিশনার অদিতি চৌধুরী স্যানিটেশন কর্মীদের বলেন, যদি কোনও আবর্জনাবাহী যানবাহন নষ্ট হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে পুরনিগমকে অবহিত করতে হবে। যাতে এটি মেরামত করে পুনরায় ব্যবহার করা যায়। মানস দাস বলেন, উৎসবের মরশুমে পুর এলাকায় কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা যায় সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা করে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরনিগমের পক্ষ থেকে সকলকে বার্তা দেওয়া হয়েছে যে উৎসবের মরশুমে পরিষ্কার-পরিচ্ছন্নতার সাথে কোনও আপস করা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *