ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু এক বাইক আরোহীর
বেঙ্গল মিরর, কাজল মিত্র : মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে সালানপুর থানার অন্তর্গত কল্যানেশ্বর ফাঁড়ি এলাকার
কল্যানেশ্বরি থেকে দেন্দুয়া যাবার প্রধান রাস্তার হাসপাতাল এর কাছে ।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় সালানপুর থানার পুলিশ ও কল্যাণেশ্বরী ফারির পুলিশ ।ঘাতক গাড়িটি আটক করেছে পুলিশ ৷
ঘটনার সম্পর্কে জানাযায়
কল্যাণেশ্বরী ফাড়ীর অন্তর্গত দেন্দুয়া হাসপাতালের কাছে শ্রীরামপুর গ্রামের বাসিন্দা অশোক মাহাতো (৫০) মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণেশ্বরী থেকে দেন্দুয়াগামী একটি ছয় চাকার ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন।




স্থানীয়রা ও পুলিশের সহায়তায় আহত ব্যক্তিকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে ট্রাক ভাঙচুর করে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বসে পড়ে। গ্রামবাসীরা ক্ষতিপূরণ দাবি করছেন।
স্থানীয়দের অভিযোগ, হর হামেশায় এরকম ঘটনা ঘটলেও পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি ।তারা জানান এই রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল অবস্থায়।
প্রায়শই দেন্দুয়া এলাকার বিভিন্ন কারখানার বড় বড় গাড়ি যাতায়াত করে যার কারনে এই ঘটনা ঘটেই চলেছে । তাছাড়া দেলোয়ার মোড় থেকে কল্যানেশ্বরী মোড় পর্যন্ত দীর্ঘ রাস্তা অন্ধকার । স্থানীয়রা রাস্তায় আলোর দাবী জানিয়েছেন।