ECL : লোহার যন্ত্রাংশ চুরি করে পালানোর সময় ধরা পরল ২ দুষ্কৃতী
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : পরিত্যক্ত লোহার যন্ত্রাংশ নিয়ে পালানোর উদ্দেশ্যে লোড করা হয়েছিল ট্রাকে । খবর পেয়ে পুলিশ ট্রাক সহ আটক করে দুই দুষ্কৃতিকে । কাজোরা এরিয়ার খাস কাজোড়া কোলিয়ারির ঘটনা । দুষ্কৃতিদের সোমবার পেশ করা হয় দুর্গাপুর আদালতে ।রাষ্ট্রায়ত্ত সংস্থা ইসিএলের বিভিন্ন কোলিয়ারি থেকে লোহার যন্ত্রাংশ চুরি ঘটনা প্রায় ঘটে । তবে সেই সব চুরি হয় সাধারণত রাতের অন্ধকারে ।













রবিবার খাসকাজোরা কোলিয়ারিতে ঘটেছে অভিনব ঘটনা । দুপুরবেলায় পরিত্যক্ত লোহার যন্ত্রাংশ চুরি করার উদ্দেশ্যে হাইড্রোলিক ট্রাক ও একটি ক্রেন নিয়ে দুই দুষ্কৃতী হাজির হয় কোলিয়ারি চত্বরে । পে-লোডারের দুটি বকেট, হলেজ মেশিনের পরিত্যক্ত যন্ত্রাংশ ছাড়াও আরও বেশ কিছু লোহার টুকরো ক্রেনের সাহায্যে দুষ্কৃতীরা হাইড্রোলিক ট্রাকে লোড করে । আগন্তুক দুই ব্যক্তিকে এই কাজ করতে দেখে সন্দেহ হয় কোলিয়ারি নিরাপত্তারক্ষীর ।
তিনি বিষয়টি কোলিয়ারির ম্যানেজার প্রভাকর কুমার পাসওয়ানকে জানালে তিনি খবর দেন পুলিশকে । অন্ডাল থানার পুলিশ এসে ট্রাক, ক্রেন সহ লোহা চুরির অভিযোগে ধর্মেন্দ্র মাহাতো ও চাঁদ খান নামে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে । প্রথমজন হাওড়া ও দ্বিতীয়জন রানীগঞ্জের শহীদনগরের বাসিন্দা বলে জানা যায় । খাস কাজোরা কোলিয়ারির ম্যানেজার প্রভাকর কুমার পাসওয়ান বলেন রবিবার অন্ডাল থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । সোমবার ধৃতদের পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে । এই চুরির ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা জানার জন্য ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় ।

