বার্নপুর সেল আইএসপির সিএসআর : আসানসোল রামকৃষ্ণ মিশনে বৃত্তিমুলক প্রশিক্ষণের সার্টিফিকেট বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমে শুক্রবার বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানায় সিএসআর বা কর্পোরেট সোশাল রেসপনসেবলিটির উদ্যোগে বৃত্তিমূলক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি এদিন বিকাল সাড়ে তিনটের সময় শুরু হয়। বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্পন্নকারী বেশ কয়েকজন শিক্ষার্থীর কৃতিত্ব উদযাপন করা হয়। অনুষ্ঠানটি গর্ব এবং কৃতিত্বে পরিপূর্ণ ছিল। যা শিক্ষার্থীদের এবং এই যৌথ উদ্যোগ উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।



বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার সিএসআরের অধীনে প্রতিষ্ঠিত বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের কার্যকর দক্ষতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জানা গেছে, এবারে বৃত্তিমূলক প্রশিক্ষণে এসি, রেফ্রিজারেশন, সেলাই ও পোশাক উৎপাদনে প্রায় ৮০ জন প্রশিক্ষণ প্রার্থী ছিলো। এই কর্মসূচির সফল সমাপ্তি সেল আইএসপি এবং রামকৃষ্ণ মিশন আশ্রমের সামাজিক উন্নয়ন এবং দক্ষতা ক্ষমতায়নের প্রতি অঙ্গীকারকে আরও জোরদার করে। সার্টিফিকেট বিতরণ কেবল প্রশিক্ষণের সমাপ্তিই নয়, বরং এই প্রশিক্ষিত যুবকদের জন্য নতুন ক্যারিয়ারের পথের সূচনাও করে।