ASANSOL

স্বচ্ছ বায়ু সার্ভেক্ষন ২০২৫ : ” ন্যাশানাল ক্লিন এয়ার সিটিতে দেশে ২০ তম স্থানে আসানসোল

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* কেন্দ্রীয় পরিবেশ, বায়ু ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক দেশের ” পরিষ্কার বাতাসের শহর বা ন্যাশানাল ক্লিন এয়ার সিটি” র তালিকা প্রকাশ করেছে। ” স্বচ্ছ বায়ু সার্ভেক্ষন ২০২৫ ” র আওতায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। জনসংখ্যার ভিত্তিতে গোটা দেশের ১৪০ টি শহরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এই শহরগুলির স্বচ্ছতা বা পরিষ্কার বাতাসের পরিমাপ ঠিক করতে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা চালানো হয়েছে।

প্রকাশিত হওয়া ক্যাটাগরি ১-র তালিকায় দেশের ৪৮টি শহরের নাম রয়েছে। সেই তালিকা মতে এই শহরগুলোর ১০ লক্ষেরও বেশি জনসংখ্যা। সেই তালিকায় আসানসোল ২০তম স্থানে রয়েছে। গতবার আসানসোল ২০তম স্থানে ছিলো। এই তালিকার সবার শীর্ষে রয়েছে ইন্দোর। তারপরে জব্বলপুর এবং আগ্রা। তালিকায় ধানবাদের নাম ২৯তম স্থানে রয়েছে। বাংলার রাজধানী কলকাতা ৩৮তম স্থানে রয়েছে। রাঁচি ৩০তম, জামশেদপুর ২৩তম এবং হাওড়া ৩৯তম স্থানে রয়েছে সেই তালিকায়।

একিউএম বা এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সেল জানিয়েছে যে গতবারের মতো, আসানসোল এ বছরের র‍্যাঙ্কিংয়ে ২০তম স্থানে রয়েছে। বিভিন্ন পরিমিতির ভিত্তিতে আসানসোল ১৬৯.৩ পয়েন্ট পেয়েছে। বায়ুর মান উন্নত করার জন্য একিউএমের অধীনে মিস্ট ক্যানন ব্যবহার করা হচ্ছে। দূষিত এলাকা চিহ্নিত করে বিশেষ জোর দেওয়া হচ্ছে। যাতে সেই দূষণ নিয়ন্ত্রণ করা যায়।

পশ্চিম বর্ধমান জেলার দ্বিতীয় শহর দুর্গাপুর ক্যাটাগরি ২-এ ৩৭তম স্থানে রয়েছে। ক্যাটাগরি ২ র জনসংখ্যা ৩ থেকে ১০ লক্ষের মধ্যে। দেশের ৪২টি শহরের নাম রয়েছে এই তালিকায়। দুর্গাপুর পেয়েছে ১৪১.১ পয়েন্ট। এই তালিকার শীর্ষে রয়েছে অমরাবতী, মোরাদাবাদ এবং ঝাঁসি।রাজ্যের আরো একটি শিল্প নগরী হলদিয়া ক্যাটাগরি ৩-এর তালিকায় স্থান পেয়েছে। এই তালিকায় নবম স্থানে রয়েছে হলদিয়া। ক্যাটাগরি -৩ এ ৩ লক্ষের কম জনসংখ্যা এমন ৪০টি শহর স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *