আসানসোলে নিয়ন্ত্রণ হারালো পণ্যবাহী গাড়ি, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের বার্নপুর রোডে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় শনিবার একটি বড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে।জানা গেছে, একটি পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের সামনে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। দোকানের সামনে রেলিংয়ে আগে দাঁড়িয়ে থাকা একটি মোটরবাইককে ধাক্কা মারে ঐ গাড়িটি। এরফলে মোটরবাইকটি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় দোকানের সামনের রেলিংও। তবে, ভাগ্যক্রমে কোন হতাহতের ঘটনা ঘটেনি। দুজন সামান্য জখম হয়েছেন।



জানা গেছে, এদিন দুপুরের দিকে একটি চারচাকা পন্যবাহী চারচাকা গাড়ি বার্নপুর রোড দিয়ে যাচ্ছিলো। সেই সময় আসানসোল পুলিশ লাইনের অদূরে রাস্তায় সামনে থাকা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মোটরবাইকে ধাক্কা মারে ঐ গাড়ি। এরপরে, গাড়িটি দোকানের সামনে রেলিংয়ের গিয়ে আটকে যায়। এই ঘটনায় একজন বয়স্ক ব্যক্তি এবং সাইকেল আরোহী এক যুবক আহত হন। এই ঘটনার পরে বার্নপুর রোডের একটি লেনে গাড়ি চলাচল ব্যহত হয়। এদিকে ঘটনার সময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন আসানসোল পুরনিগমের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র এবং বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি। তারা আহতদেরকে উদ্ধারে সহায়তা করেন।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিয়ে আসা হয় একটি ক্রেন। বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ ক্রেনের সাহায্যে গাড়িটিকে টেনে বার করে। তারপরে স্বাভাবিক হয় পরিস্থিতি। অশোক রুদ্র বলেন, ঐ গাড়ির চালক কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা তা তদন্ত করে দেখা উচিত পুলিশের। তবে, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এদিকে, পুলিশ জানায়, কি করে এই ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।