ASANSOL-BURNPUR

বার্নপুরে পাল্টা সভা তৃনমুলের, বিজেপিকে আক্রমণ মন্ত্রী মলয় ঘটকের

সেল আইএসপিতে স্থানীয়দের কাজের দাবি

বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল দক্ষিণ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বার্নপুর ত্রিবেণী মোড় ময়দানে সেল আইএসপি বা ইস্কো কারখানায় স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে রবিবার বিকেলে এক জনসভা করা হয়। মুলতঃ ঠিক চারদিন আগে অর্থাৎ গত ১০ সেপ্টেম্বর বিজেপির ডাকে হওয়া জনসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা জবাবে এদিনের এই জনসভার আয়োজন করা হয়েছিল। প্রবল বৃষ্টির মধ্যেই শাসক দলের এদিনের জনসভাটি হয়। যেখানে মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

দলের তরফে ডাকা এদিনের জনসভায় রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক বলেন, কয়েকদিন আগে এই ময়দানে বিজেপির একটি সভা অনুষ্ঠিত হয়েছিলো যেখানে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। বিজেপি এমন দল, যাদের নেতারা কখনও সত্য কথা বলে না। তারা কারোর জন্য কাজ করে না। ২০১৪ সালে বিজেপি প্রতি বছর ২ কোটি বেকারকে চাকরি দেওয়ার এবং ক্ষমতায় আসার জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, ১০ বছরের বেশি ক্ষমতায় থাকার পরেও কারোর একাউন্টে ১৫ পয়সাও আসেনি। কোন বেকারের চাকরি হয়নি।

তিনি বলেন যে বর্তমানে সেল আইএসপিতে ৬ হাজার কর্মী রয়েছেন। যার মধ্যে ৪ হাজার চুক্তি ভিত্তিক কর্মী এবং প্রায় ২ হাজার স্থায়ী কর্মী। ২ কোটি চাকরি তো দূরের কথা, এখানে যারা কাজ করছিলেন তাদের অর্ধেকই চাকরি হারিয়েছেন। একই সঙ্গে, সেদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনগণকে মিথ্যা কথা বলেছিলেন। শুভেন্দু অধিকারী অনলাইনে টেন্ডার করার কথা বলছিলেন। রাজ্যের বিরোধী দলনেতা হয়ে তিনি জানেন না যে ইস্কোয় টেন্ডার কেবল মাত্র অনলাইনে করা হয়। এটি পোর্টালের মাধ্যমে করা হয়। এই পোর্টালটি কেন্দ্রীয় সরকারের। সেই সরকারের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী। তিনি যদি নরেন্দ্র মোদীকে ধরে পোর্টাল পরিবর্তন করতে পারেন, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে।

তিনি মিথ্যা কথা বলে চলে গেলেন যে এখানে সিন্ডিকেটের শাসন চলছে। এখানকার মানুষ জানেন না কে সিন্ডিকেট শাসন চালাচ্ছে। মন্ত্রী শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করে বলেন, তিনি মঞ্চে যার সম্পর্কে সভায় কথা বলেছিলেন, তিনি কে জানেন না। তাহলে এখানকার জনগণকে অপমান করা উচিত নয়। এখানকার মানুষ তৃণমূলের সাথে আছেন ও আগামী দিনেও থাকবেন।

মন্ত্রী মলয় বলেন, সেদিনের বিজেপির সভায় অন্য জেলা এবং ঝাড়খণ্ডের মানুষ ছিলেন। তাও মাঠ ভরেনি। এদিন তৃণমূল কংগ্রেসের একটি ব্লক নিয়ে সভা করা হয়েছে। তাতেই মাঠ শুরু থেকে শেষ পর্যন্ত ভিড় ছিল। মন্ত্রীর দাবি, ২০২৬ সালে বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে ও মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে আসানসোল পুরনিগমের বার্নপুরের ৭৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র বলেন, আমরা এক বছর আগে থেকে পতাকা না নিয়ে শুধুমাত্র এলাকার বাসিন্দাদের নিয়ে স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে আন্দোলন করছি। তারপর সবাই আমাদের দাবিতে সহমত পোষণ করেছেন। সেদিন বিজেপির নেতারা কি বলেছেন, তা এলাকার বাসিন্দারা বিচার করবেন। তিনি আরো বলেন, আমরা আমাদের দাবি থেকে এক ইঞ্চিও সরে আসবো না। এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, ব্লক সভাপতি অনুপ মাঝি, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি এসএম হাসান, মেয়র পারিষদ মানস দাস, বোরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, কাউন্সিলর কাহকশা রিয়াজ সহ অন্যান্যরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *