দুর্গাপুরে গ্যাস সিলিন্ডার ফেটে সাইকেল দোকানে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ মালিক
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ দুর্গাপুর নগর নিগমের ১ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকায় একটি সাইকেল দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার বিশ্বকর্মা পুজোর দিন সন্ধ্যায় হওয়া এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দোকান মালিক আগুনে ঝলসে যান। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ও দমকলকর্মীরা ইঞ্জিন নিয়ে ছুটে আসেন। জানা গেছে, এদিন সন্ধ্যায় রঘুনাথপুর এলাকায় একটি সাইকেল দোকানে থাকা একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে দোকানে আগুন লেগে যায়। আগুনের লেলিহান শিখা অনেক উপর পর্যন্ত উঠে।













ঘটনার সময় দোকান মালিক চন্দন পাত্র দোকানে ছিলেন। স্বাভাবিক ভাবেই তিনি সে আগুনে ঝলসে যান। কোনমতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার পুলিশ। ২ টি দমকলের ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা আসেন। তারা দোকানের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। কি কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বলে জানা গেছে।

