মোটরবাইকে মিনি ট্রাকের ধাক্কা, বার্নপুরে মৃত্যু গৃহবধূর
বেঙ্গল মিরর, বার্নপুর ও আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* ওভারটেক করতে গিয়ে মোটরবাইকে মিনি ট্রাকের ধাক্কা মারায় মৃত্যু হলো এক গৃহবধূর। বুধবার সন্ধ্যায় হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরের ওয়াগন কলোনির কাছে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। মৃতার নাম মমতা দেবী হেলা (৪১)। তিনি নরসিংবাঁধের বাসিন্দা। বৃহস্পতিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে গৃহবধূর মৃতদেহর ময়নাতদন্ত করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বার্নপুরে নরসিংবাঁধের বাসিন্দা মমতা দেবী হেলা তার স্বামী সুভাষ হেলার সাথে মোটরবাইকে যাচ্ছিলেন।



বার্নপুরের ওয়াগন কলোনির কাছে ঐ বাইকের পেছনে একই দিকে একটি মিনি ট্রাক (ছোট হাতি) যাচ্ছিল। ছোট হাতিটি বাইকটিকে ওভারটেক করার সময় বাইকটির পিছনের দিকে ধাক্কা মারে। এর ফলে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। বাইকের পেছনে বসা মমতা দেবী হেলা পড়ে গিয়ে গুরুতর জখম হন।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস এবং রাজীব মণ্ডল। খবর পেয়ে হিরাপুর ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে আসে। তারা আহত মহিলাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গৃহবধূর মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে। আপাততঃ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।