ASANSOL

ডব্লিউবিটিএসটিএ-এর সাংগঠনিক সভায় লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসন্ন লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে, আসানসোলের চাঁদমারির বালবোধন বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের উদ্যোগে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নবনিযুক্ত রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য রাজীব মুখোপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা সহ-সভাপতি গান্ধী প্রসাদ নোনিয়া ও সাধারণ সম্পাদক অতনু দত্ত। বিভিন্ন ব্লক সভাপতি ও সদস্যরা তাকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে সম্মানিত করেন এবং তার সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

এই বৈঠকে রাজীব মুখোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রস্তুতিকে কেন্দ্র করে নির্দেশিকা জারি করেন এবং সংগঠনকে শক্তিশালী করে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার পরামর্শ দেন। গান্ধী প্রসাদ নোনিয়া সম্পূর্ণ নিষ্ঠা ও সততার সাথে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া এবং অন্য কারও জন্য এক ইঞ্চি জায়গাও না রাখার কথা বলেন। এদিকে অতনু দত্ত তার বিবৃতিতে বলেন যে শিক্ষকদের কেবল তাদের দায়িত্ব পালন করার পাশপাশি নির্বাচনী প্রস্তুতি ও সংগঠনকে শক্তিশালী করার দিকেও যাতে নজর দেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

read also : বিজেপি কর্মীর অনশন মঞ্চে মেয়র, অনশন ভাঙার আবেদন

Leave a Reply