ASANSOL

আসানসোল ও দুর্গাপুরে ১৪টি দুর্গাপূজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বাংলা তথা বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজোর শেষ বা চূড়ান্ত প্রস্তুতি চলছে। সাধারণ মানুষদের মধ্যে এই পুজো নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।রবিবার মহালয়ার মধ্যে দিয়ে দেবীপক্ষের সূচনা হওয়ার সাথে সাথেই পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলে পূজো মণ্ডপগুলির উদ্বোধন শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে ভার্চুয়াল আসানসোল এবং দুর্গাপুর মিলিয়ে জেলার মোট ১৪টি পূজো মণ্ডপের উদ্বোধন করেন।

আসানসোলের আপকার গার্ডেন দুর্গাপূজা কমিটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জেলা শাসক পোন্নাবালাম এস উপস্থিত ছিলেন।

বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের পিঠাকেয়ারিতে এক পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি (পশ্চিম) সন্দীপ কাররা, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান সহ পূজা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও লক্ষ্মী পূজা কমিটি সালানপুর, ডোবরানা সুভাষপল্লী সার্বজনীন দুর্গাপূজা কমিটি, সাহেবগঞ্জ দুর্গাপূজা কমিটি, কল্যাণপুর আদি পূজা, কল্যাণপুর সেক্টর দুর্গাপূজা কমিটি, আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি, ভানোড়া কোলিয়ারি সার্বজনীন পূজে সহ আরো কয়েকটি পূজো মণ্ডপের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। এর পাশাপাশি, দুর্গাপুরেরও কয়েকটি মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *