সরকারি ও বেসরকারি স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামুলক করার দাবি, আসানসোলে জেলাশাসককে স্মারক লিপি যুব কংগ্রেসের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি রবি যাদবের নেতৃত্বে মঙ্গলবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের দপ্তরে প্রাথমিক স্তর থেকে সমস্ত সরকারি ও বেসরকারি মাধ্যম স্কুলে বাংলা পড়ানো বাধ্যতামূলক করা দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়।এই প্রসঙ্গে রবি যাদব বলেন, আমরা সবাই যারা বাংলা তে জন্মগ্রহণ করেছি ও বাংলার স্কুলে পড়েছি। কিন্তু আমাদেরকে সেই ভাবে বাংলা পড়ার সু্যোগ করে দেওয়া হয়নি বা স্কুলেও সেই ব্যবস্থা ছিলো না। যে কারণে আমরা বাংলার সংস্কৃতির সাথে সেই ভাবে যুক্ত হতে পারিনি।




তিনি আরো বলেন, বর্তমানে একটি সংগঠন যে ভাবে আমাদের মতো হিন্দি ও উর্দুভাষীদের উপরে আক্রমণ করছে সেই বিষয়ে প্রশাসন নিশ্চুপ।প্রদেশ কংগ্রেসের সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, সরকারের মদতে হিন্দি ভাষী, উর্দু ভাষীদের উপরে আক্রমণ হচ্ছে। যা বরদাস্ত করা যায় না। এছাড়াও তারা যখন চাইছে বাংলায় তাদের বঞ্চনার মুখোমুখি না হতে হয়, সেই দিক লক্ষ্য রেখে ভবিষ্যতের জন্য অবিলম্বে বাংলা পড়ানো সমস্ত স্কুলে বাধ্যতামূলক করা দাবীকে সমর্থন করি।
আসানসোল পুরনিগমের কংগ্রেস কাউন্সিলর এস.এম.মুস্তাফা বলেন, বাংলাতে থেকে বাংলার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে বাংলার স্কুল থেকেই হিন্দি বা উর্দুতে পড়ার কারনে সেই পরীক্ষা গুলোতে পিছিয়ে যাচ্ছে। তাই তিনি বাংলাকে বাধ্যতামূলক করার জোরালো দাবি জানান তিনি। এছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের সভাপতি শাহ আলম খান, কংগ্রেস নেতা কাজল দত্ত, যুব কংগ্রেসের রাহুল রঞ্জন, বিনয় বর্মন, মনীশ বার্নওয়াল, সালাউদ্দিন আনসারি, আরিফ আনসারি, পলাশ ভুঁইয়া, সন্দীপ কুশওয়া, জীশান আনসারি, তাহীর খান আইনজীবী রাজেশ্বর শর্মা সহ অনান্য কর্মীরা।