জামুরিয়ায় সিআইএসএফের অভিযান বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অবৈধ কয়লা, সোদু ও শমসের সিন্ডিকেটের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন
বেঙ্গল মিরর, জামুড়িয়া, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোলের জামুরিয়া এলাকায় আবারও নতুন করে অবৈধ কয়লা ব্যবসা শুরু হয়েছে বলে অভিযোগ। শনিবার তার প্রমাণ পাওয়া গেছে। শনিবার জামুরিয়া থানার ইসিএল কুনুস্তোরিয়া কোলিয়ারির তপসি এলাকায় সিআইএসএফ একটি বড় অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে। গোপন সূত্রে খবর পেয়ে, তপসির বুড়ি মন্দিরের কাছে সিআইএসএফ এবং ইসিএল নিরাপত্তা দল যৌথভাবে এই অভিযান চালিয়েছে।



জানা গেছে, সিআইএসএফ খবর পেয়েছিল যে কিছু অবৈধ কয়লা পাচারকারীরা আগে বন্ধ হয়ে যাওয়া কয়লা খনি থেকে কয়লা তুলছে। সেই কয়লা পাচারের জন্য পাচারের প্রস্তুতি নিচ্ছে তারা। এই তথ্যের ভিত্তিতে, শনিবার অভিযান চালানো হয়। ঐ মন্দিরের কাছে দুটি ভিন্ন স্থান থেকে অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়। সেই কয়লা ইসিএল ডিপোতে নিয়ে যাওয়া হয়।তপসি এবং উত্তর শিয়ারসোলের মতো এলাকা থেকে এই কয়লা চুরি করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সিআইএসএফ একই এলাকা থেকে অবৈধ কয়লা এবং একটি ট্রাকও বাজেয়াপ্ত করেছিলো । তা সত্ত্বেও, অবৈধ কয়লা পাচারকারীরা তাদের চোরাচালান চালিয়ে যাচ্ছে। এইসব এলাকায় কয়লার চোরাচালান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অবৈধ কয়লা পাচার সম্পূর্ণরূপে বন্ধ করা এখন নিরাপত্তা বিভাগের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এও বলা হচ্ছে, সোদুর ছত্রছায়াতে অলোক ও নিরঞ্জন ও অন্যদিকে শামসের সিন্ডিকেট বর্তমানে এই অবৈধ কয়লা ব্যবসা চালাচ্ছে।বাজেয়াপ্ত হওয়া অবৈধ কয়লা সম্পর্কে এখনও কোনও সরকারি ভাবে কোন বিবৃতি জারি করা হয়নি। তবে সিআইএসএফের ঊর্ধ্বতন আধিকারিকরা স্বীকার করেছেন যে তপসি এলাকায় অবৈধ কয়লার উপর অভিযান এখনো চালানো হচ্ছে । অবৈধ কয়লা সম্পূর্ণরূপে বাজেয়াপ্ত না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না।