জামুড়িয়ায় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল
বেঙ্গল মিরর, জামুড়িয়া, চরণ মুখার্জী ও রাজা বন্দোপাধ্যায়ঃ* দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় আতশবাজি বা বাজি ফাটাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটলো আসানসোলের জামুড়িয়ায় শনিবার রাতে এই ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, শনিবার রাত দশটা নাগাদ জামুরিয়ার আরএনসি ক্লাবের দুর্গা প্রতিমা বিসর্জনের পর আতশবাজি ফাটানো হচ্ছিল। সেই সময় আচমকাই আতশবাজির আগুনের ফুলকি এক মহিলার কাপড়ে লাগে। ঘটনাস্থলে ছিলেন আসানসোল পুরনিগমের জামুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর বন্দনা রুইদাস ও জামুড়িয়ার ১ নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহ-সভাপতি গোপী ধীবর। সেই ঘটনা নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। তারপর হাতাহাতি শুরু হয়ে যায় তাদের মধ্যে।



এই ঘটনায় বন্দনা রুইদাস অভিযোগ করেন তার গায়ে হাত দিয়েছেন গোপী ধীবর।যদিও এই অভিযোগ অস্বীকার করেন গোপী ধীবর।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। বেশ কিছুক্ষনের চেষ্টায় পুলিশ গোটা পরিস্থিতি সামাল দেয়। নতুন করে যাতে আর কোন ঘটনা না ঘটে, তার জন্য এলাকায় মোতায়ন করা হয় পুলিশ। ঘটনার খবর পেয়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়ার তৃণমূল কংগ্রেসের যুব নেতা প্রেম পাল সিং। তিনি এই ঘটনার নিন্দা করেন। এদিকে পুলিশ জানায়, একটা সামান্য ঘটনা ঘটেছিলো। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।