জানালার গ্রিল ভেঙে চুরি কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না
বেঙ্গল মিরর, কাজল মিত্র : রূপনারায়ণপুর এলাকায় বারবার চুরির ঘটনায় আতঙ্কে মানুষ।ফের ফাঁকা বাড়ির জানালার গ্রিল ভেঙে চুরি হল কয়েক লক্ষ টাকা ও কয়েক ভরি সোনার গয়না। ঘটনাটি ঘটে রবিবার রাত্রি বেলা ,সালানপুর থানার অন্তর্গত রূপনারায়নপুর গোলাপবাগান এলাকায় । দুইতলায় নিজের পরিবারের সাথে থাকতেন সুজয় ভট্টাচার্য নামে এক শিক্ষক।



তিনি পরিবারকে সঙ্গে নিয়ে কয়েকদিন আগে নিজের বাড়ী চলবলপুর গ্রামে পুজোতে গিয়েছিলেন কিন্তু সোমবার নিজে এক রূপনারায়নপুর গোলাপ বাগান এর বাড়ী ফিরে বাড়ির দরজা খুলে প্রবেশ করতেই মাথায় হাত।তিনি দেখেন বাড়ির জানালার গ্রিল ভাঙ্গা কিন্তু কাঠের জানালাটি ভেজানো । এরপরই তিনি সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি পুলিশকে খবর দিলে খবর দেওয়ার কয়েক ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। তিনি পুলিশকে জানান আলমারি থেকে উধাও কয়েক লক্ষ টাকা ও সোনার-গয়না।
ঘটনার পর পুলিশ আসে এলাকার তদন্ত শুরু করে। তবে স্থানীয় মানুষের অভিযোগ বারংবার রূপনারায়ণপুর এলাকায় এই চুরির ঘটনায় দিনের পর দিন বেড়েই চলেছে এতে বাড়ি এক মহূর্তের জন্য দায় হয়ে পড়েছে। স্থানীয় মানুষেরা জানিয়েছেন এলাকায় পুলিশের টহলদারি একদমই থাকেনা ।তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বারংবার জানানো হয়েছে যে কেউ ফাঁকা বাড়ি রেখে যাবেন না । অন্তত কাউকে একজন রেখে যাওয়া দরকার