আসানসোল স্টেশনে বাজেয়াপ্ত মদ, ধৃত ২
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফের কর্মীরা ৯ অক্টোবর বৃহস্পতিবার ” অপারেশন সতর্ক ” র অধীনে আসানসোল স্টেশনে একটি বিশেষ অভিযান চালায়৷ সেই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ মদ বাজেয়াপ্ত করা হয়।



জানা গেছে, এদিন সন্ধ্যাবেলায় আসানসোল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে তল্লাশির সময়, রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফের দল কালকা প্রান্তের দিকে ভারী ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে দুই যাত্রীকে চলাচল করতে দেখেন। তাদেরকে আটক করে ব্যাগগুলি তল্লাশি করার সময়, প্রচুর পরিমাণে মদ পাওয়া যায়। তারা এই মদের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এর পাশাপাশি তারা স্বীকার করে যে তারা এই মদ একটি অন্য এলাকায় বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলো ।
সমস্ত আইনি পদক্ষেপ শেষ করার পরে, সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই ঐ মদ বাজেয়াপ্ত করা হয়। আটক ব্যক্তিদের পরে মদ সহ আসানসোলের আরপিএফ পোস্টে নিয়ে যাওয়া হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে আসানসোল জিআরপি বা সরকারি রেল পুলিশে কাছে পাঠানো হয়। জিআরপি তাদেরকে গ্রেফতার করে।