শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার সিভিক
বেঙ্গল মিরর, সার্থক কুমার দে, অন্ডাল : শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিভিক পুলিশের বিরুদ্ধে । অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির শীতলপুর গ্রামের ঘটনা । শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত সিভিক পুলিশকে । শনিবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহকুমা আদালতে ।সিভিক পুলিশের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, ধর্ষণ, ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে বহুবার । এবার একই অভিযোগ উঠল অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির এক সিভিক পুলিশের বিরুদ্ধে ।



অভিযুক্ত সিভিক এর নাম নীলকন্ঠ নন্দী । শীতলপুরের বাসিন্দা অভিযুক্ত নীলকন্ঠ বনবহাল ফাঁড়িতে সিভিক পুলিশ হিসাবে কর্মরত । শীতলপুর গ্রামের বাসিন্দা এক দম্পতি শুক্রবার নীলকন্ঠের বিরুদ্ধে বনবহাল ফাঁড়িতে মারধর, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন । লিখিত অভিযোগ পাওয়ার পর শুক্রবার রাতেই নীলকণ্ঠকে গ্রেপ্তার করে পুলিশ । শনিবার তাকে পেশ করা হয় দুর্গাপুর মহাকুমা আদালতে ।
অভিযোগকারী দম্পতির স্বামী জানান বেশ কিছুদিন ধরেই নীলকন্ঠ আমার স্ত্রীকে উত্যক্ত করতো । প্রথম প্রথম স্ত্রী বিষয়টিকে গুরুত্ব দেয়নি । কিন্তু শুক্রবার নীলকন্ঠ একই আচরণ করে স্ত্রীর সাথে । স্ত্রী বিষয়টি আমাকে জানালে আমি তার প্রতিবাদ করি । এরপরই আমার বাড়িতে রড নিয়ে চড়াও হয় সে । আমাকে আমার স্ত্রীকে রড দিয়ে মারধর করে । বাধা দিতে গেলে আমার স্ত্রীর ব্লাউজ কাপড় ছিড়ে দেয় । অশ্লীল ভাষায় গালিগালাজের সাথে সে পুলিশ কেউ তার কিছু করতে পারবে না বলে হুমকি দেয় । এরপরই আমরা পুলিশের দ্বারস্থ হয় বলে জানান তিনি । বিষয়টি নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য । অভিযুক্ত সিভিকের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে বাসিন্দারা ।