ডিভিসির চীফ ইঞ্জিনিয়ারের অফিসে তৃণমূলের অবস্থান বিক্ষোভ, জল ছাড়ার প্রতিবাদ
মাইথন, পাঞ্চেতের পরে এবার দুর্গাপুর
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ ( D জলাধার থেকে রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়া হচ্ছে। এর প্রতিবাদে মাইথন ও পাঞ্চেতের পরে এবার দুর্গাপুরে ব্যারাজে ডিভিসি চিফ ইঞ্জিনিয়ার অফিসের সামনে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ হলো। শুক্রবারের এই আন্দোলনে উপস্থিত ছিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইঞা , আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার । এছাড়াও দলের নেতৃত্বর সঙ্গে কয়েক হাজার তৃণমুল কর্মী ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এদিনের এই বিক্ষোভ কর্মসুচীতে ।
এই কর্মসূচি থেকে একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে রাজ্যের তিন মন্ত্রী ডিভিসিকে আক্রমন করেন। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক তীব্র কটাক্ষ করে বলেন, ডিভিসি জল ছাড়ার আগে রাজ্যের কাছে কোন খবর দেয় না ও পরামর্শ করে না । বিহার ঝাড়খন্ডে বৃষ্টি হলেই তেনুঘাট , মাইথন , পাঞ্চেত জলাধার থেকে জল ছেড়ে দেওয়া হয় । আর সেই জলে বাংলা ডুবে যায়। একাধিক জেলার দামোদর সংলগ্ন বসবাসকারী সাধারন মানুষ ক্ষতিগ্রস্ত হন । তার দাবি, সব সময় জল ছাড়া নিয়ে ডিভিসি মিথ্যে কথা বলে । ডিভিসি জল ছাড়ার পরে মেল করে। কিন্তু জল ছাড়ার পরে সেই মেল করে কি লাভ? কোন লাভ নেই।



কারন সেই জলে যাদের ক্ষতি হয় তাদের রক্ষা করা ঐ সময়ের মধ্যে সম্ভব নয় । মন্ত্রী মলয় ঘটক আরো বলেন, বাঁধ হওয়ার পরে পলি তোলা হয় নি। সেই কারণে এখন জলাধার ও ব্যারেজগুলোর জল ধারণের ক্ষমতা তিন ভাগের এক ভাগ হয়ে গেছে । আগে দামোদর ছিল ত্রাস। আর এখন ডিভিসি হলো সাধারন মানুষের কাছে ত্রাস । ওরা ইচ্ছা করে জল ছাড়ে ও মানুষ মারে। আর এলাকায় এলাকায় বন্যা আনে । তিনি বলেন, এদিন এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে। সেখানে মূল কথা এটাই বলা হয়েছে , জল ছাড়তে হবে পরামর্শ করে ও পলি তুলতে হবে । মন্ত্রী কটাক্ষ করে বলেন ডিভিসির তুঘলকি আইনের জন্য মানুষ কোন ক্ষতিপুরণ পাননা। আইনে রয়েছে তিন দিন ধরে জল দাঁড়িয়ে থাকলে তবেই ক্ষতিপুরণ পাবে। তার কটাক্ষ, একজন মানুষ ১০ মিনিট হলেই মারা যাবে। সেখানে ক্ষতিপুরণ পেতে হলে তাকে তিন দিন জলে ডুবে বেঁচে থাকতে হবে। তবেই ক্ষতিপুরণ পাবে ।
রাজ্যের প্রতিনিধি থাকার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিনিধি থাকা বা না থাকার বিষয় নয়। জল ছাড়ার আগে জানাতে হবে ও রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করতে হবে । তিনি বলেন, যেদিন মাইথনে ডেপুটেশন দেওয়া হয় সেদিন ডিভিসি জল ছাড়ে ৬০ হাজার কিউসেক। মন্ত্রী মলয় ঘটক মুখ্যমন্ত্রীর করা মন্তব্যকে সমর্থন করে বলেন, যে বাঁধ মানুষের কাজে লাগে না সেই বাঁধ থেকে লাভ কি আছে। আর
বিজেপি মিডিয়ায় ভেসে থাকতে বাঁধ রক্ষার নাটক করে । তা নিয়ে কেন্দ্রের শাসক দলকে তার কটাক্ষ, ওদের বলুন পলি তুলতে ও বাঁধ পরিস্কার করতে। নাটক করতে নয় ।
রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুঁইঞা বলেন, সংসদের স্ট্যান্ডিং কমিটির পরিদর্শনের পরে ১৩ বছর কেটে গেছে। কোন পলি তোলা হয় নি। রাজ্য সরকারও এক পয়সাও পায় নি। তিনি আরো বলেন, ২৬ বছরে এরকম বৃষ্টি হয় নি। এবছরে যা হয়েছে। কিন্তু ডিভিসি জল ছাড়ছে রাজ্যকে না জানিয়েই। কোন সুযোগ না দিয়েই , ডিভিসি স্বৈরাচারীতা চালিয়ে যাচ্ছে। তিনি হুমকি দিয়ে বলেন, রাজ্য সরকার আর এই মনোভাব মেনে নেবেনা। দলের তরফে বৃহত্তর আন্দোলন করা হবে। একইভাবে জল ছাড়া নিয়ে ডিভিসিকে আক্রমন করেন রাজ্যের আরো এক মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিক কথা বলেছেন। জল ছাড়বে ডিভিসি। আর ভাসবে বাংলা। এটা কোনভাবেই মেনে নেওয়া হবে না।
- আসানসোল আর্য সংঘের ৩৩ বছরের কালিপুজো, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক
- Asansol : ओल्ड स्टेशन कल्चरल क्लब की काली पूजा का मंत्री एवं डीएम की उपस्थिति में भव्य उद्घाटन
- Asansol आर्य संघ काली पूजा एकता की मिसाल, मंत्री ने किया उद्घाटन
- আসানসোলে আপকার গার্ডেন কালিপুজোর উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক
- TMC MINORITY CELL पुन: जिला अध्यक्ष बने मोनू