আসানসোল কোলফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পঞ্চম বার্ষিক সম্মেলন ২৫ ও ২৬ অক্টোবর গরপঞ্চকোটে
বেঙ্গল মিরর, আসানসোল:আসানসোল কোলফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশন চলতি বছর তাদের পঞ্চম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আগামী ২৫ ও ২৬ অক্টোবর পুরুলিয়া জেলার মনোরম গরপঞ্চকোটে আয়োজন করতে চলেছে। এটি কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ডায়াবেটিস সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে।



এই দুই দিনের একাডেমিক উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০ জন খ্যাতনামা ডায়াবেটোলজিস্ট ও বিশেষজ্ঞ চিকিৎসক, এবং রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন।সম্মেলনে ডায়াবেটিসের নবীন গবেষণা ও চিকিৎসা পদ্ধতি, প্রাথমিক স্বাস্থ্যসেবায় এর উন্নত ব্যবস্থাপনা, এবং নতুন প্রযুক্তির মাধ্যমে জটিলতা ও মৃত্যুহার কমানোর উপায় নিয়ে বিস্তৃত আলোচনা ও বৈজ্ঞানিক উপস্থাপনা হবে।
আয়োজকরা জানিয়েছেন, এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো চিকিৎসকদের মধ্যে একাডেমিক বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানো, নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য শিক্ষণ ও গবেষণার সুযোগ তৈরি করা, এবং স্বাস্থ্যব্যবস্থার ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া।
এই সম্মেলন ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এবং এতে অংশগ্রহণকারীরা ৮.৫ ক্রেডিট আওয়ার্স একাডেমিক মান অর্জন করবেন। সম্মেলনটি RSSDI (Research Society for the Study of Diabetes in India) এবং ACP India Chapter-এর অ্যাকাডেমিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
আসানসোল কোলফিল্ড ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রতিনিধি দল কেবল একাডেমিক আলোচনা নয়, গরপঞ্চকোটের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যের সান্নিধ্যও উপভোগ করবেন।
এই উপলক্ষে আজ আসানসোলের এক হোটেলে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সকল কার্যকরী সদস্যবৃন্দ।প্রধানভাবে উপস্থিত ছিলেন ডা. সুব্রত ভট্টাচার্য (সিনিয়র), ডা. সুব্রত ভট্টাচার্য (জুনিয়র), ডা. সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, ডা. সত্রজিৎ রায়, ডা. পি.পি. দাস, ডা. রমন রাজ, ডা. সুবোধীপ ঘোষ প্রমুখ।