আসানসোলে ৪৫০ কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগ, বিনিয়োগকারীদের বিক্ষোভ
বেশী সুদের লোভে ফাঁদে পা কয়েক হাজার মানুষের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রেলপার এলাকার তোরি মহল্লার বাসিন্দা তহসিন আহমেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি তার প্রকল্পে বিনিয়োগ করলে ভালো রিটার্ন বা বেশি সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হাজার হাজার মানুষকে প্রতারণা করেছেন।



আর্থিক প্রতারণার শিকার হওয়া লোকজনেরা অভিযোগ করে বলছেন যে, তহসিন আহমেদের কথায় বিশ্বাসী হওয়ার পর তারা টাকা বিনিয়োগ করেছেন। কয়েক মাস ধরে তারা ভালো লাভের মুখ দেখছিলেন। কিন্তু তারপর টাকা আসা বন্ধ হয়ে যায়। এরপর যখন তারা তাদের টাকা চাইতে আসেন, তখন তাদেরকে বলা হয় যে তহসিন আহমেদ একটি দুর্ঘটনায় আহত হয়েছেন। তখন তহসিন আহমেদ অক্টোবর মাস পর্যন্ত সময় চেয়েছিলেন। সেই বিনিয়োগকারীরা তাকে অক্টোবর পর্যন্ত সময় দিয়েছিলেন। কিন্তু তারপরেও যখন তারা তাদের টাকা ফেরত পাননি, তখন তারা বুধবার তহসিনের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো শুরু করেন ।