RANIGANJ-JAMURIA

নির্বাচনী প্রচার মঞ্চের অদূরেই চলল জল নিয়ে বিক্ষোভ

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) একদিকে যখন চলছে ভোট প্রচার, ঠিক সেই সময়ে একই সময়ে তিন পৃথক অংশে পরিশুদ্ধ পানীয় জলের দাবিতে রানীগঞ্জ থেকে বল্লভপুর যাওয়ার রাস্তা প্রায় আধঘন্টা ধরে অবরোধ করল তিন অংশের মানুষজন। অভিযোগ দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের দাবিতে সরব হয়েছেন। বেশ কয়েক দফায় পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে করা হয়েছে জলের দাবি। পথ অবরোধ হয়েছে বহুবার, তারপরও জলের সমস্যা মেটেনি। যা নিয়ে ক্ষোভে ফুসছিল ওই তিন এলাকার বল্লভপুর রাস্তার ধারে বাসিন্দারা। এবার সেই বিষয়কেই সামনে রেখে পানীয় জলের দাবিতে তিন অংশে পথ অবরোধ করে আটকে দেয় যাতায়াত। তারা দাবি করতে থাকে অবিলম্বে জল সমস্যা সমাধান নাহলে তারা লাগাতার পথ অবরোধ জারি রাখবেন। এই বিষয় লক্ষ্য করেই বল্লবপুর ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলেও বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ চালিয়ে যায়। এরপরই নির্বাচনী প্রচারের কর্মসূচি ছেড়ে ঘটনাস্থলে পঞ্চায়েতের উপপ্রধান পৌঁছে ট্যাংকার করে জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।

উল্লেখ্য জল সমস্যা বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের জন্য বেশ কয়েক ক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে তারপরও তা সমাধান হয়নি। যা বারংবার এই বিক্ষোভেই স্পষ্ট হয়। তবে এ বিষয়ে সিপিআইএমের লোকসভা নির্বাচনের প্রার্থী, জাহানারা খান, দাবী করেছেন জল সমস্যা সমাধান করার মতো ক্ষমতা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের নেই, তাই এই সমস্যা সমাধান করতে পারেনা তারা। তবে তিনি দাবি করেন জল সমস্যা সমাধান একমাত্র সিপিআইএমই করতে পারে, তার দাবি মানুষের ওপর বঞ্চনার বিরুদ্ধে একমাত্র বামেরায় লড়াই করে। সঠিক পরিষেবা প্রদান বামেদের দ্বারা সম্ভব।

Leave a Reply